যৌবনমেলা! মুক্ত যৌনতা করোনা সংক্রমণ ছড়াল আমেরিকায়
৪১ জন কোভিড পজিটিভ!
নিজস্ব প্রতিবেদন: যৌনতা ডেকে আনল বিপদ!
আমেরিকায় নিউ অর্লিয়েন্সে একটি 'সুইঙ্গারস কনভেনশনে' অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ জনই করোনা পজিটিভ। নভেম্বরে অনুষ্ঠিত কয়েকদিন ব্যাপী এই 'নটি ইন ন্যলিনস' প্রোগ্রামে অংশ নিয়েছিলেন ২৫০ জন। অন্যান্যবার অবশ্য এই যৌবনমেলায় অংশ নেন প্রায় হাজারদুয়েক মানুষ। কোভিড-আবহে সংখ্যাটা এক ধাক্কায় নেমে এসেছে।
কিন্তু কম সংখ্যক মানুষ অংশ নিলেও তা থেকেই কোভিড ছড়াল। অথচ সেটা কি রোখা যেত না? কোভিড-আবহে গত কয়েক মাস ধরে অনেক কিছুই বন্ধ থেকেছে বিশ্ব জুড়ে। কেন 'সুইঙ্গারস কনভেনশনে' বন্ধ রাখা গেল না?
সংগঠকদের অন্যতম বব হানফোর্ড অবশ্য জানিয়েছেন, তিনি যদি ঠিক সময়ে ঘটনাস্থলে হাজির হতে পারতেন, তিনি এটা ঘটতে দিতেন না! আক্রান্তদের সকলের আরোগ্য কামনা করে তিনি আরও বলেছেন, সকলে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তিনি খুবই বিব্রত থাকবেন।
আরও পড়ুন: ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে: সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে!