ডোক লা ইস্যুতে ভারতের সঙ্গে ‌যুদ্ধ করতে চায় না চিন, জানালেন চিনা সেনা আধিকারিক

Updated By: Sep 14, 2017, 10:48 PM IST
ডোক লা ইস্যুতে ভারতের সঙ্গে ‌যুদ্ধ করতে চায় না চিন, জানালেন চিনা সেনা আধিকারিক

ওয়েব ডেস্ক: ডোকলা ইস্যুতে মুখে ‌রণংদেহি হলেও ভারতের বিরুদ্ধে সামরিক অভি‌যানের পক্ষে নয় চিন। সেটা এবার বুঝিয়ে দিল বেজিং। ডোকলায় ভারতকে শিক্ষা দেওয়া উচিত বলে দাবি উঠেছিল চিনে। চিনা পিপলস লিবারেশন আর্মির এক জেনারেল জানিয়েছেন, দেশের কৌশলগত অবস্থান জানে না ভারতবিরোধীরা।

সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে তিনি লিখেছেন,"চিন ও ভারত পরস্পরের প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বী। কিন্তু তেমন প্রতিদ্বন্দ্বী নয়, ‌যে কড়া পদক্ষেপ করতে হবে। তিনি আরও লিখেছেন,"ডোকলা বিবাদ মিটে গিয়েছে। ‌যুদ্ধের দিকে দেশকে ঠেলে দেওয়া উচিত নয়। শান্তিই কাম্য। ডোকলা ইস্যু মেটার পর এই প্রথম চিনের কোনও সেনা আধিকারিকের কাছ থেকে এমন বার্তা মিলল। 

তিনি আরও লিখেছেন,"অনেকেই বলছেন, চিন নিজেদের ভূখণ্ডে সড়ক নির্মাণ নিয়ে ভারতের আপত্তি থাকা কথা নয়। সত্যিই কী তাই? বিষয়টি ভুল বা ঠিক নয়। বরং মনে রাখা দরকার, ‌যে কোনও সময় সব কাজ করা উচিত নয়। ঠিক সময়ে ঠিক কাজটা করা দরকার।"

মুম্বই-আমদবাদ বুলেট ট্রেন প্রকল্পে সহ‌যোগিতা করছে জাপান। বুধবার ভারতে হাইস্পিড ট্রেনের পরিকাঠামো গড়ে তুলতে আগ্রহের কথা জানিয়েছে বেজিং। 

আরও পড়ুন, ডোক লা-য় মুখ পোড়ার পরও 'শিক্ষা' নিল না চিন,পরাজয় ঢাকতে সাফাই

 

.