দেবযানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই পারে, হুমকি মার্কিন সরকারের

ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের কূটনৈতিক রক্ষাকবচ নেই। ফলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই পারে। আজ এমনটাই জানিয়ে দিয়েছে মার্কিন সরকার। ওবামা প্রশাসনের এই মন্তব্য নিয়ে অবশ্য মুখ খোলেননি দেবযানী খোবরাগাড়ে। দেশে ফেরার পর আজ বিদেশমন্ত্রকে রিপোর্ট করেন তিনি।

Updated By: Jan 11, 2014, 08:28 PM IST

ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের কূটনৈতিক রক্ষাকবচ নেই। ফলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই পারে। আজ এমনটাই জানিয়ে দিয়েছে মার্কিন সরকার। ওবামা প্রশাসনের এই মন্তব্য নিয়ে অবশ্য মুখ খোলেননি দেবযানী খোবরাগাড়ে। দেশে ফেরার পর আজ বিদেশমন্ত্রকে রিপোর্ট করেন তিনি।

প্রায় এক মাস ধরে চলা ভারত-মার্কিন কূটনৈতিক স্নায়ুযুদ্ধে ইতি পড়েছিল শুক্রবার। দেবযানী খোবরাগাড়েকে দেশে ফেরার অনুমতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। খোবরাগাড়ে দেশের মাটিতে পা রাখার পরেই ওবামা প্রশাসন জানিয়ে দিল দেবযানী আর কূটনৈতিক রক্ষাকবচের আওতায় পড়েন না।

ফলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে তাঁর বিরুদ্ধে। শনিবার দেবযানী খোবরাগাড়ে বিদেশমন্ত্রকে রিপোর্ট করেন। বিদেশমন্ত্রী সলমন খুরশিদ ও বিদেশসচিব সুজাতা সিংয়ের সঙ্গে দেখা করেন দেবযানী। তবে হেনস্থা পর্ব বা চলতি বিতর্ক নিয়ে মুখ খোলেননি তিনি।

দেবযানী খোবরাগাড়ের সমমর্যাদার এক মার্কিন কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। ভারতের এই পদক্ষেপে হতাশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট। বিদেশমন্ত্রী সলমন খুরশিদের মতে, দুর্ভাগ্যজনক হলেও, এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ভারত। তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে দুদেশের সম্পর্ক কিছু নির্দিষ্ট সমঝোতার ভিত্তিতে চলে। সেই ভারসাম্য রক্ষা করা দুদেশেরই কর্তব্য। একপক্ষ কোনও পদক্ষেপ নিলে, অন্যপক্ষের তরফেও প্রত্যুত্তর দেওয়া হয়।

দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে ভিসায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলে নেওয়ার আবেদন ফের জানিয়েছে নয়াদিল্লি। তবে সে আবেদন এখনও সাড়া দেয়নি ওয়াশিংটন।

.