মার্কিন কোর্টে চার্জ গঠনের সময়সীমা পিছনোর আর্জি দেবযানির

মার্কিন কোর্টে তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের সময়সীমা আরও একমাস পিছিয়ে দেওয়ার আর্জি জানালেন দেবযানি খোবরাগাড়ে। মার্কিন আইন অনুযায়ী গ্রেফতারের একমাসের মধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করতে হয়। সেইমতো তেরোই জানুয়ারির মধ্যে তাঁর বিরুদ্ধে চার্জগঠন হওয়ার কথা। কিন্তু, দ্বিপাক্ষিক স্তরে বিষয়টি মিটিয়ে ফেলতে ইতিমধ্যেই আদালতের বাইরে দুদেশের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। দেবযানির আইনজীবীর যুক্তি, তড়ঘড়ি চার্জ গঠন হলে সেই প্রক্রিয়া বিঘ্নিত হবে।

Updated By: Jan 7, 2014, 11:35 PM IST

মার্কিন কোর্টে তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের সময়সীমা আরও একমাস পিছিয়ে দেওয়ার আর্জি জানালেন দেবযানি খোবরাগাড়ে। মার্কিন আইন অনুযায়ী গ্রেফতারের একমাসের মধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করতে হয়। সেইমতো তেরোই জানুয়ারির মধ্যে তাঁর বিরুদ্ধে চার্জগঠন হওয়ার কথা। কিন্তু, দ্বিপাক্ষিক স্তরে বিষয়টি মিটিয়ে ফেলতে ইতিমধ্যেই আদালতের বাইরে দুদেশের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। দেবযানির আইনজীবীর যুক্তি, তড়ঘড়ি চার্জ গঠন হলে সেই প্রক্রিয়া বিঘ্নিত হবে।

দেবযানিকে অভিযোগমুক্ত করতে আলোচনা চালিয়ে গেলেও মার্কিন প্রশাসনের আচরণে রীতিমতো বিরক্ত ভারত। দেবযানির বিরুদ্ধে পরিচারিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ মোটেও ধোপে টেকে না বলে মন্তব্য করেছেন ভারতীয় দূতাবাসের মুখপাত্র শ্রীধরণ মধুসূদন। বরং এক্ষেত্রে মার্কিন অভিবাসন আইন নিয়ে ছেলেখেলা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। দেবযানির আইনি রক্ষাকবচের দাবি অন্যায্য নয় বলেও দাবি করেছেন তিনি।

.