বাংলাদেশে সিমেন্ট কারখানার ছাদ ভেঙে মৃত অন্তত ৭, ধ্বংসস্তুপে আটক বহু

বাংলাদেশে একটি পাঁচতলা সিমেন্ট কারখানার ছাদ ভেঙে মৃত্যু হল অন্তত ৭ জনের।

Updated By: Mar 13, 2015, 02:51 PM IST
বাংলাদেশে সিমেন্ট কারখানার ছাদ ভেঙে মৃত অন্তত ৭, ধ্বংসস্তুপে আটক বহু
Photo courtesy: Reuters

ঢাকা: বাংলাদেশে একটি পাঁচতলা সিমেন্ট কারখানার ছাদ ভেঙে মৃত্যু হল অন্তত ৭ জনের।

বাগেরহাট জেলার মংলায় বৃহস্পতিবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় মুখ্য সরকারি আধিকারিক জাহাঙ্গির আলম জানিয়েছেন উদ্ধারকার্য এখনও চলছে। কিন্তু ধ্বংসস্তুপে ঠিক কজন আটকে আছেন সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি।

ঢাকা থেকে ১৩৫ কিলোমিটার দূরের এই কারখানাটিতে দুর্ঘটনার সময় প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন। বাড়িটির ছাদ ভেঙে পড়ার কারণও এখন পর্যন্ত অজানা।

যে কজনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে তাঁরা জানিয়েছেন সেই সময় ছাদের উপর ৫০-৬০ জন কাজ করছিলেন। অন্যরা কাজ করছিলেন গ্রাউন্ডফ্লোরে। এই কারখানাটির মালিকানা একটি সেনা উন্নয়ন সংগঠনের।  

বাংলাদেশে বহুতল নির্মাণে সুরক্ষা ব্যবস্থা আগেও বহুবার প্রশ্নের মুখে পড়েছে। বহু সমীক্ষাতে দেখা গেছে বেশিরভাগ বহুতলগুলির নির্মাণই বেআইনি, যেখানে সুরক্ষার নূন্যতম নিয়ম মানা হয় না।

২০১৩ সালের এপ্রিলে ঢাকায় বহু কাপড় কারখানা সম্মিলিত একটি বহুতল ভেঙে প্রাণ হারিয়েছিলেন ১,১০০ জনেরও বেশি মানুষ।

 

.