একশ বছরে পা রাখল প্রথম বিশ্বযুদ্ধ, এখনও শিক্ষা নেয়নি মানুষ

ওয়েব ডেস্ক: একশ বছরে পা রাখল প্রথম বিশ্বযুদ্ধ।

Updated By: Jul 28, 2014, 10:42 AM IST
একশ বছরে পা রাখল প্রথম বিশ্বযুদ্ধ, এখনও শিক্ষা নেয়নি মানুষ

ওয়েব ডেস্ক: একশ বছরে পা রাখল প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৪ সালের ২৮ জুলাই এই দিনেই বেজে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের দামামা।  টানা চারবছরের বেশি সময় ধরে চলে রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধে প্রাণ হারায় ৯০ লক্ষেরও বেশি সেনা। যুদ্ধ প্রতিরোধে প্রথম বিশ্বযুদ্ধের পরেই তৈরি হয় লিগ অফ নেশনশ। রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস আজ তারই পরিবর্তিত রূপ। যুদ্ধ প্রতিরোধে বিশ্বের বহু দেশ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। প্রথম বিশ্বযুদ্ধের পর ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছে গোটা দুনিয়া।

যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক সেনা,সাধারণ মানুষ। প্রাণনাশী যুদ্ধের বিরুদ্ধে দেশে দেশে পথে নেমেছেন শিল্পী,বুদ্ধিজীবারা। তবু আজও যুদ্ধ থামেনি।  গাজা, প্যালেস্তাইনের রক্তক্ষয়ী যুদ্ধের মৃত্যু মিছিল দেখে শিউরে উঠতে হয়। স্তব্ধ হয়ে যায় সব ভাষা।ভবিষ্যতের দিকে চেয়ে মনের ভেতরে তৈরি হয় এক অজানা আতঙ্ক। একশ বছর আগে ঘটে যাওয়া যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি ভুলে সারা আজ আবারও এক শপথ নেওয়ার দিন।  এ পৃথিবীকে নতুন শিশুর বাসযোগ্য করে দিয়ে যাওয়ার শপথ

.