বছরের শেষেই করোনাভাইরাসের টিকা, পরীক্ষার পর ঘোষণা চিনা সরকারি সংস্থার

বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন ডোজ উত্পাদনের ক্ষমতা রয়েছে সংস্থার।

Updated By: May 30, 2020, 09:52 PM IST
বছরের শেষেই করোনাভাইরাসের টিকা, পরীক্ষার পর ঘোষণা চিনা সরকারি সংস্থার

নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের শেষেই বাজারে চলে আসবে করোনাভাইরাসের ভ্যাকসিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই দাবি করেছে চিনের সরকারি সংস্থা  Assets Supervision and Administration Commission (SASAC)। 

হুয়ান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস  (Wuhan Institute of Biological Products ) ও বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ( Beijing Institute of Biological Products) যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে।  তা পরীক্ষা করা হয়েছে দু'হাজারে বেশি মানুষের উপরে। চিনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে দাবি করা হয়েছে, ২০২১ সালের শুরুতে বা চলতি বছরের শেষেই বাজারে চলে আসবে ভ্যাকসিন।

জানা গিয়েছে,  হুয়ান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস  (Wuhan Institute of Biological Products ) ও বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ( Beijing Institute of Biological Products) গবেষণাগারে ভাইরাসটি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় রয়েছে। এই দুটি সংস্থাই রাষ্ট্রায়ত্ত্ব সিনোফার্ম (Sinopharm)গ্রুপের অধীনস্থ। সংস্থার পরিচালনা করে SASAC। বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন ডোজ উত্পাদনের ক্ষমতা রয়েছে সংস্থার। এখনও পর্যন্ত ৫টি ভ্যাকসিন মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে চিনে। 

আরও পড়ুন- করোনা পরিস্থিতি সামলাতে হয় কী করে, দেখিয়ে দিচ্ছে ভিয়েতনাম

.