Congo Rail Accident: ট্রেন লাইনচ্যুত; গভীর খাদে গিয়ে পড়ল বগি!

ট্রেনটিতে মোট ১৫টি বগি ছিল, তার মধ্যে ১২টি বগিই ছিল খালি।

Updated By: Mar 13, 2022, 04:33 PM IST
Congo Rail Accident: ট্রেন লাইনচ্যুত; গভীর খাদে গিয়ে পড়ল বগি!

নিজস্ব প্রতিবেদন: কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে অন্তত ৬১ জন মারা গিয়েছেন। আহত বহুজন।

ন্যাশনাল কঙ্গো রেলওয়েজ অ্যাসোসিয়েশন (এসএনসিসি)-এর অন্যতম কর্তৃপক্ষ মার্ক মানিয়োঙ্গা নাদাম্বোর তথ্য অনুযায়ী, ট্রেনটিতে ১৫টি বগি ছিল। ১২টি বগিই ছিল খালি। বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। ওই এলাকায় একটি গিরিখাত রয়েছে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটির ১৫টি বগির ৭টিই সেই খাদে পড়ে যায়।

ঘটনায় নারী, পুরুষ, শিশু-সহ ৬১ জনের (মতান্তরে ৬০) মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন কমপক্ষে ৫২ জন। তাঁদের ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে।

কঙ্গো প্রজাতন্ত্রে ট্রেনের লাইনচ্যুতির ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে পর্যাপ্ত সড়কপথ নেই। পাশাপাশি যাত্রীবাহী ট্রেনেরও অভাব। ফলে ওই দেশের সাধারণের মধ্যে মালবাহী ট্রেন ব্যবহারের প্রবণতা রয়েছে। মানিয়োঙ্গা মনে করিয়ে দেন, মালবাহী ট্রেনে যাত্রী ওঠানো নিষিদ্ধ। এরপরও ট্রেনটিতে লুকিয়ে কয়েকশো যাত্রী তোলা হয়েছিল। 

খাদে পড়ে থাকা ট্রেনের বগিতে এখনও কয়েকটি মৃতদেহ আটকে পড়ে আছে বলে জানা গিয়েছে। সোমবারের মধ্যে রেললাইনটি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে ব্যাপারে অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Asteroids: ভয়ানক গতিতে গ্রিনল্যান্ডে আছড়ে পড়ল গ্রহাণু! কী ঘটল?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.