পৃথিবীর কাছাকাছি এসে গিয়েছে ধুমকেতু SWAN, জেনে নিন খালি চোখে দেখবেন কীভাবে

বর্তমানে পৃথিবী থেকে সোয়ানের দূরত্ব ৮৫,০৭১,৭৭৮ কিলোমিটার

Updated By: May 12, 2020, 03:19 PM IST
পৃথিবীর কাছাকাছি এসে গিয়েছে ধুমকেতু SWAN, জেনে নিন খালি চোখে দেখবেন কীভাবে

নিজস্ব প্রতিবেদন: আমাদের এই গ্রহের দিকে ধেয়ে আসছে একটি ধুমকেতু। বিজ্ঞানীরা এর নামে দিয়েছেন সোয়ান। বুধবার রাতে এটিকে খালি চোখে দেখাও যাবে। তবে কখন ঠিক তা দেখা যাবে তা নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী ও যুব নেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, গ্রেফতার যুবক 

বিজ্ঞানীরা মনে করছেন ১২ মে সোয়ান থাকবে ৮৩ মিলিয়ন কিলোমিটার দূরে। দুনিয়ার পূর্ব-উত্তর অংশে থেকে এটি দেখা যাবে সূর্য ওঠার ঠিক আগে। এমাসের শেষদিকে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একে উজ্জ্বল আকারে দেখা যাবে।

বর্তমানে ধুমকেতুটি ৭৫ মিলিয়ন মাইল দূর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অত্যন্ত উজ্জ্বল এই ধুমকেতুর লেজ একেবারে নীল।

সোয়ান ধুমকেতুকে প্রথম দেখা যায় মার্চের শেষদিকে। প্রথন এটিকে লক্ষ করেন মাহাকাশচারী মাইকেল মাতিয়াজু। তার পর থেকেই ক্রমশ উজ্জ্বল হচ্ছে সোয়ান।

কতদূরে রয়েছে সোয়ান

বর্তমানে পৃথিবী থেকে সোয়ানের দূরত্ব ৮৫,০৭১,৭৭৮ কিলোমিটার। এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪ মিনিট ৪৩.৭৬৮৯ সেকেন্ড।

কীভাবে দেখা যেতে পারে সোয়ানকে

বুধবার অর্থাত্ ১৩ মে সোয়ান পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। সবচেয়ে ভালো হয় একেবারে ভোরে দেখার চেষ্টা করলে।

.