জেগে উঠেছে মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরি

জেগে উঠেছে মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরি। স্থানীয় ভাষায় এটি আগুনে আগ্নেয়গিরি নামেই পরিচিত। গ্যাস এবং ধোঁয়ার কুণ্ডলী পৌছে গিয়েছে প্রায় আট হাজার ফুট ওপরে।

Updated By: Aug 30, 2016, 04:28 PM IST
জেগে উঠেছে মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরি

ওয়েব ডেস্ক: জেগে উঠেছে মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরি। স্থানীয় ভাষায় এটি আগুনে আগ্নেয়গিরি নামেই পরিচিত। গ্যাস এবং ধোঁয়ার কুণ্ডলী পৌছে গিয়েছে প্রায় আট হাজার ফুট ওপরে।

আরও পড়ুন মঙ্গলগ্রহ থেকে ফিরে এলেন ছ'জন!

এছাড়া, অল্পের জন্য টোকিও রক্ষা পেলেও, জাপানের উত্তরাংশ টাইফুন লিওনরকের আতঙ্ক-গ্রাসে। বছর পাঁচেক আগেই ভয়ঙ্কর সুনামি ও বড়সড় ভূমিকম্পের কবলে পড়ে এই অঞ্চল। ইতিমধ্যে টাইফুনের প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত বহু অঞ্চল। বাতিল একশোরও বেশি ফ্লাইট।    

আরও পড়ুন একটা পায়রার দাম প্রায় ৬০ লক্ষ টাকা!

এছাড়াও, এমন শিল্পকীর্তি কতজন করতে পারে?  তবে পারেন তাইওয়ানের লি চিয়েন-চু। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি-ক্ষুদ্র শিল্পসৃষ্টিই তাঁর নেশা। এনিয়েই মজে তিনি। কোনও খুঁত যাতে না থাকে,  সেদিকে সবসময়ই কড়া নজর শিল্পীর। 

.