সাহিত্যে নোবেল পেলেন চিনের মো ইয়ান

উত্তর পূর্ব চিনের শ্যাংডং প্রদেশে গাওমিতে কৃষক পরিবারে জন্ম মো ইয়ানের। মো ইয়ান মানে কথা বলো না। যদিও এটা তাঁর ছদ্মনাম। আসল নাম গুয়ান মোয়ে। কিন্তু ছদ্মনামেই তিনি রেড সরঘ্যাম, দ্য গার্লিক ব্যালাডস, দ্য রিপাবলিক অফ ওয়াইন, বিগ ব্রেস্টস অ্যান্ড ওয়াইড হিপস, লাইফ অ্যান্ড ডেথ আর ওয়্যারিং মি আউটেরমতো বহু উপন্যাস লিখেছেন। এ ছাড়া এক্সপ্লোশনস অ্যান্ড আদার স্টোরিস, শিফু: ইউ উইল ডু এনিথিং ফর এ লাফের মতো বহু স্বনামধন্য ছোটগল্প সঙ্কলনের রচয়িতাও তিনিই। চিনা সমাজজীবনের দলিল বলে খ্যাত মো ইয়ানের রচনায় লু শুনের রাজনৈতিক সমালোচনা এবং গ্যাব্রিয়েল গর্সিয়া মার্কেজের ম্যাজিক রিয়ালিজমের প্রভাব পাওয়া যায় বলে সমালোচকদের মত।

Updated By: Oct 11, 2012, 06:17 PM IST

দু`হাজার বারোয় সাহিত্যে নোবেল পেলেন চিনা ঔপন্যাসিক মো ইয়ান। চিনা সাহিত্যিকদের মধ্যে অন্যতম সর্বাধিক জনপ্রিয় ইয়ানকে ফ্রানত্‍স কাফকা এবং জোসেফ হেলারের সমকক্ষ বলে মনে করা হয়। তাঁর লেখায় `হ্যালুসিনেটরি রিয়লিস্‌ম` এর ছোঁয়া পাওয়া যায় বলে জানিয়েছে পুরস্কার কমিটি।
কৃতিত্বের সম্মানে তিনি ৮ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১.২ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কার মূল্য পাবেন।
উত্তর পূর্ব চিনের শ্যাংডং প্রদেশে গাওমিতে কৃষক পরিবারে জন্ম মো ইয়ানের। মো ইয়ান মানে কথা বলো না। যদিও এটা তাঁর ছদ্মনাম। আসল নাম গুয়ান মোয়ে। কিন্তু ছদ্মনামেই তিনি রেড সরঘ্যাম, দ্য গার্লিক ব্যালাডস, দ্য রিপাবলিক অফ ওয়াইন, বিগ ব্রেস্টস অ্যান্ড ওয়াইড হিপস, লাইফ অ্যান্ড ডেথ আর ওয়্যারিং মি আউটেরমতো বহু উপন্যাস লিখেছেন। এ ছাড়া এক্সপ্লোশনস অ্যান্ড আদার স্টোরিস, শিফু: ইউ উইল ডু এনিথিং ফর এ লাফের মতো বহু স্বনামধন্য ছোটগল্প সঙ্কলনের রচয়িতাও তিনিই। চিনা সমাজজীবনের দলিল বলে খ্যাত মো ইয়ানের রচনায় লু শুনের রাজনৈতিক সমালোচনা এবং গ্যাব্রিয়েল গর্সিয়া মার্কেজের ম্যাজিক রিয়ালিজমের প্রভাব পাওয়া যায় বলে সমালোচকদের মত।

.