মহড়ার ঢঙে যুদ্ধ ঘোষণা চিনের
ওয়েব ডেস্ক: যুদ্ধের মহড়া শুরু করে দিল চিন। ভারত-চিন সামরিক টানাপোড়েনের মধ্যেই ভারতকে মোক্ষম বার্তা দিতে অরুণাচল প্রদেশের গা ঘেঁষা তিব্বত এলাকায় ১১ ঘন্টার এই 'ড্রিলিং' শুরু করেছে চিনা সেনা। সম্পূর্ণ অপারেশনটির লাইভ সম্প্রচার করছে চিনের সরকারি বৈদ্যুতিন মাধ্যম। সেই ছবি দেখে চোখ রীতিমত কপালে উঠেছে আন্তর্জাতীক মহলের। দেখুন সেই ভিডিও-
এই 'ড্রিলিং'-এ মূলত শত্রু বিমান মোকাবিলা করতে কীভাবে অত্যন্ত দ্রুত কাজ করবে সেনা বাহিনী সেটাই অনুশীলন করা হচ্ছিল। তবে, সিকিম সীমান্তে ভারত-চিন সাম্প্রতিক উত্তেজনার আবহে চিনা সেনার এই অনুশীলনকে নিছক 'ড্রিলিং' ভাবতে নারাজ ওয়াকিবহাল মহল। তাঁদের মতে, এই মহড়া আসলে নয়াদিল্লির প্রতি বেজিং-এর প্রচ্ছন্ন হুমকি। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের অঙ্গরাজ্য অরুণাচলের একটা বড় অংশকে 'দক্ষিণ তিব্বত' হিসাবে দাবি করে চিন। (আরও পড়ুন- ভারতের উত্থানে 'মাথা ঠান্ডা রাখা'র বেজিং বার্তা)