বিশ্বে করোনার হাহাকার! উৎস চিনে খুলছে সিনেমা হল

২০ জুলাই থেকে চিনে খুলছে সিনেমা হল।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 16, 2020, 02:50 PM IST
বিশ্বে করোনার হাহাকার! উৎস চিনে খুলছে সিনেমা হল
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: নোভেল করোনাভাইরাস! সারা বিশ্বে আতঙ্কের সমার্থক শব্দ বললে ভুল হয় না। উহান থেকে সারা বিশ্বে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছিল এই মারণ ভাইরাস। কিন্তু সারা বিশ্ব যখন নিরুপায়, তখন উৎস চিন ফিরছে ছন্দে। আগামী সপ্তাহ থেকে চিনে খুলে যাচ্ছে সিনেমা হল। ক্রমাগত ১০ দিনে ধরে চিনে করোনা আক্রান্তর সংখ্যা প্রায় শূন্য।

তাই ২০ জুলাই থেকে চিনে খুলছে সিনেমা হল। প্রত্যেক হলের ৩০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। সকলের মধ্যে কমপক্ষে ৩ ফুটের দূরত্ব বাধ্যতামূলক। সকলকে পরতে হবে মাস্ক। তবেই মিলবে প্রবেশের অনুমতি। জানুয়ারি মাস থেকে চিনে বন্ধ ছিল হলগুলি। এবার স্বাভাবিক অবস্থায় ফিরছে ড্রাগনের দেশ।

আরও পড়ুন: চার মাস ধরে পার্কিং জোনে পড়ে রহস্যজনক গাড়ি, নম্বর প্লেটে লেখা Covid 19

মার্কিন প্রেসিডেন্ট বারবার বেজিংকে আক্রমণ করেছেন করোনা ছড়ানোর দায়ে। এমনকি "উহান ভাইরাস" বলে কটাক্ষ করতে ছাড়েননি। হোয়াইট হাউস বারবার ভাইরাস ছড়ানোর দায়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে জিনপিং প্রশাসনকে। তবু সেই চিনই আজ মজছে স্বাভাবিক ছন্দে। আর সারা বিশ্বে হাহাকার। কিন্তু প্রশ্ন একটাই সারা বিশ্ব যেখানে ব্যর্থ, সেখানে কোন মন্ত্রবলে করোনা কাবু করল চিন?

.