ফের রেকর্ড করোনা আক্রান্ত চিনে, লকডাউনের মহড়ায় জিনপিং

 রাজধানী বেজিংয়েই ৩৬ জন আক্রান্ত হয়েছেন।

Updated By: Jun 15, 2020, 12:44 PM IST
ফের রেকর্ড করোনা আক্রান্ত চিনে, লকডাউনের মহড়ায় জিনপিং

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের উৎস চিন। আবার প্রথম করোনা জয় করেছিল এই চিনই। কিন্তু করোনার কালো ছায়া এখনও কেটে যায়নি জিনপিংয়ের দেশ থেকে। একদিনে ফের চিনে করোনা আক্রান্ত ৫৭ জন। যা এপ্রিল মাস থেকে একদিনের নিরিখে সর্বোচ্চ।
বিগত দিনগুলিতে এক দুজন করোনা আক্রান্তর হদিশ মিলছিল। কেউ কেউ বলেছিলেন করোনা নাকি চিনের সঙ্গে ছায়াযুদ্ধ খেলছিল। তবে এবার সজোরে আঘাত। দক্ষিণ বেজিংয়ের একটি মাংস ও সবজি বাজারে সংক্রমণ ধরা পড়েছে। জাতীয় স্বাস্থ্য কমিশন অনুযায়ী, রাজধানী বেজিংয়েই ৩৬ জন আক্রান্ত হয়েছেন। কড়া লকডাউন ও কঠোর নিয়মবিধির জেরে করোনা লড়াইয়ে এগিয়ে যাচ্ছিল চিন। কিন্তু দুমাসে এই প্রথম চিনে এত জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ল। নতুন ক্লাস্টার জোন হিসেবে ধরা হচ্ছে চিনের ওই বাজার। সেখানে অধিক সংখ্যায় পুলিস জমায়েত করা হয়েছে।

আরও পড়ুন: সেরে উঠতেই করোনা রোগীর হাতে প্রায় ৮ কোটি ৫২ লক্ষ ৬০ হাজার টাকার বিল ধরালো হাসপাতাল

নতুন করে এই সংক্রমণের দরুন প্রশ্নে উঠেছে খাদ্য সুরক্ষা। বেশ কয়েকটি বাজার বন্ধ করা হয়েছে। আশেপাশের ৯ স্কুলে পঠন পাঠন বন্ধ রেখেছে প্রশাসন। খেলা ও জমায়েতে ফের কড়া নিষেধাজ্ঞা এনেছে বেজিং সরকার।

 

.