স্যাটেলাইট ছবিতে স্পষ্ট China-র মিসাইল সাইলো নির্মাণ, চিন্তিত USA
পর্যবেক্ষকরা মনে করছেন যে গতিতে চিন এই সাইলো তৈরির কাজ করছে তাতে পারমানবিক প্রতিস্পরধা বৃদ্ধি পেতে পারে।
নিজস্ব প্রতিবেদন: চিন সংক্রান্ত আরও একটি চমকপ্রদ তথ্য সম্প্রতি জনসমক্ষ্যে এসেছে। স্যাটেলাইট ছবি থেকে জানা গেছে, চিন অন্তত তিনটি জায়গায় ক্ষেপণাস্ত্র সাইলো (Missile Silos) তৈরি করছে। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস (FAS) প্ল্যানেট ল্যাবস এবং ম্যাক্সার টেকনোলজিস দ্বারা প্রদত্ত ফটোগ্রাফের ভিত্তিতে দাবি করেছে যে উত্তর মধ্য চীনের ইউমেন, হামি এবং ওর্ডোসে দ্রুত বেশ বড় আকারের মিসাইল সাইলো তৈরি করছে।
ছবিতে চীনের মাত্র তিনটি সাইলো দেখা গেলেও FAS মনে করছে যে চিন ৩০০ টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো তৈরি করছে। FAS-র গবেষকরা আরও জানিয়েছেন যে গতিতে কাজটি করা হচ্ছে, তারা নিশ্চিত যে এর সবই চিনা সেনাবাহিনীর আধুনিকীকরণ কর্মসূচির সাথে সম্পর্কিত। মিসাইল সাইলোর কাজ সাপ্তাহিক ভিত্তিতে মূল্যায়ন করেছে FSA। এই সাইলো থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব।
আরও পড়ুন: ভ্যাকসিন পর্যালোচনা বৈঠকে মোদি, জেনে নিন কি বললেন তিনি
FAS-র রিপোর্টের লেখক ম্যাট কোর্দা এবং হ্যান্স এম ক্রিস্টেনসেন মঙ্গলবার বলেছেন যে এটি চিনের অভূতপূর্ব পারমাণবিক বিল্ড আপ। তিনি বলেছিলেন যে এটি চিনের ন্যূনতম স্তরে পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং তার নীতি নিয়ে প্রশ্ন উত্থাপন করছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্র সাইলো ফিল্ড শুরু হতে অনেক বছর বাকি কিন্তু চিন ভবিষ্যতে কীভাবে এটি ব্যবহার করে সেই দিকে নজর থাকবে সকলের। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় মিসাইল সাইলো।
পর্যবেক্ষকরা মনে করছেন যে গতিতে চিন এই সাইলো তৈরির কাজ করছে তাতে পারমানবিক প্রতিস্পরধা বৃদ্ধি পেতে পারে। ২০২১ সালের জুন মাসে প্রথমবার এই সাইলো ফিল্ডের বিষয়টি জনসমক্ষে আসে। এরপরেই জুলাই মাসে আসা দ্বিতীয় রিপোর্টে অন্য একটি সাইলোর বিষয়টিও সামনে আসে। এই সাইলোর খবরটি এমন সময়ে জানা গেছে যখন চিন এবং আমেরিকার মধ্যে সমস্যা বৃদ্ধি পেয়েছে বিশেষত তালিবান ইস্যুতে।