কায়রোয় সেনা-পুলিস সংঘর্ষে ১০ বিক্ষোভকারীর মৃত্যু
কায়রোর তাহিরির স্কোয়ারে সেনা-পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জন বিক্ষোভকারীর। গত তিন দিন ধরে চলা বিক্ষোভ আর সংঘর্ষে এপর্যন্ত আহতের সংখ্যা শতাধিক। ইতিমধ্যেই জনতা-পুলিস সংঘর্ষের ছবি প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
কায়রোর তাহিরির স্কোয়ারে সেনা-পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জন বিক্ষোভকারীর। গত তিন দিন ধরে চলা বিক্ষোভ আর সংঘর্ষে এপর্যন্ত আহতের সংখ্যা শতাধিক। ইতিমধ্যেই জনতা-পুলিস সংঘর্ষের ছবি প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা। তবে সংঘর্ষ শুরুর কারণ নিয়ে উঠে আসছে পরস্পর বিরোধী খবর । মাত্র দশ মাস আগে তাহিরির স্কোয়ারে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই মুবারক জমানার পতন হয়েছিল। কিন্তু মিশরের গণতন্ত্র প্রতিষ্ঠা এখনও অধরাই রয়ে গেছে। হোসনি মুবারক ক্ষমতা থেকে সরলেও ক্ষমতা এখনও সেনা সরকারের হাতেই। শেষপর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কয়েকদিন আগেই নির্বাচন হয়েছে মিশরে। কিন্তু এরপরও থেমে থাকেনি গণতন্ত্রের দাবিতে লাগাতার বিক্ষোভ-আন্দোলন। সেই আন্দোলনকে ঘিরেই ফের অশান্ত তাহিরির স্কোয়ার।