ষাঁড়ের শিঙে আগুন লাগিয়ে পালিত হয় উৎসব

ষাঁড়ের সিং-এ আগুন! ভেবেছেন কখনও? আবার এটাই নাকি স্পেনের একটা উৎসব। যা নভেম্বরের মাঝামাঝি পালন করা হয়ে থাকে। ৪০০ বছর ধরে পালন করা হচ্ছে এই উৎসবটিকে।

Updated By: Nov 16, 2015, 06:32 PM IST
ষাঁড়ের শিঙে আগুন লাগিয়ে পালিত হয় উৎসব

ওয়েব ডেস্ক: ষাঁড়ের সিং-এ আগুন! ভেবেছেন কখনও? আবার এটাই নাকি স্পেনের একটা উৎসব। যা নভেম্বরের মাঝামাঝি পালন করা হয়ে থাকে। ৪০০ বছর ধরে পালন করা হচ্ছে এই উৎসবটিকে।

প্রথমে একটি ষাঁড়কে সারা গায়ে কাদা মাখানও হয়। যা আগুনের আঁচ থেকে ষাঁড়টিকে রক্ষা করবে। তারপর তার শিঙয়ের মধ্যে দিয়ে একটি কাঠ ঢুকিয়ে তার ওপর  জ্বলন্ত দুটি বল আটকে দেওয় হয়। এরপর ষাঁড়টিকে ছেড়ে দেওয়া হয় দেড় হাজার জন মানুষের সামনে।  

কখনও ষাঁড়ের রিং-এ ঢুকে তাকে ভেবাচেকা খাইয়ে দেওয়া হয়। এই ঘটনাটি চলে প্রায় ১ ঘণ্টা ধরে। তারপর তাকে রিং থেকে বের করে জবাই করা হয়। যিনি ওই ষাঁড়কে রিং থেকে বের করবেন, তাঁকে ষাঁড়ের মাংস দিয়ে পুরস্কৃত করা হয়।  

এই উৎসব বন্ধ করার জন্য একটি সংস্থা দাবি তোলে। কিন্তু কোনও ভাবেই বন্ধ করা যায়নি এই নৃশংস উৎসব। এই নৃশংস উৎসবের ভিডিওটি দেখুন নিচে......

 

.