ব্লগে উত্তেজক পোস্টের অভিযোগ ব্রিটিশ এয়ারওয়েজের এক মহিলাকর্মীর বিরুদ্ধে
গিভ মি আ সাম অফ মানি অ্যান্ড ইউ উইল বি ট্রিটেড টু আ হোল ডিফারেন্ট এক্সপিরিয়েন্স
নিজস্ব প্রতিবেদন: বিমানের এক মহিলা কর্মী নাকি বিমানযাত্রীদের 'অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট' ব্যবস্থা করে দেন। কোনও ভাবে বিমান কর্তৃপক্ষের কানে আসে এই অভিযোগ। এর পরই তারা তদন্ত নেমেছে।
ঘটনাটি ঘটেছে ব্রিটিশ এয়ারওয়েজে। এখনও পর্যন্ত অশনাক্ত ওই স্টিউয়ার্ডেসের প্রতি অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি নাকি যাত্রীদের মধ্যে তাঁর অন্তর্বাস বিক্রি করে বেড়ান। এবং সোশ্যাল মিডিয়ায় নিজের 'সার্ভিস' 'অফার' করা নিয়ে নানা রকম পোস্ট দেন। ওই মহিলার একটি ব্লগের এরকমই একটি পোস্টের ভাষা: ইফ ইউ এভার ওয়ান্ট অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট অন-বোর্ড, অল ইউ হ্যাভ টু ডু ইজ গিভ মি আ সাম অফ মানি অ্যান্ড ইউ উইল বি ট্রিটেড টু আ হোল ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অফ ইয়োর চয়েস।
ব্রিটিশ এয়ারওয়েজ তদন্তে নেমে এখনও পর্যন্ত চিনতে না-পারা ওই মহিলাকর্মীর বেশ কিছু আপত্তিকর ছবিও উদ্ধার করেছে। যেখানে তার শরীরে কিছু বিশেষ অংশই দৃশ্যমান। ব্রিটিশ এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে, তারা তাদের সমস্ত কর্মীদের থেকেই সভ্য ও সংস্কৃতিবান আচরণ প্রত্যাশা করে। যাই হোক, তারা বিষয়টির তদন্তে নেমেছে।
আরও পড়ুন: স্বদেশের আধিকারিকদের মৃত্যুদণ্ড দিয়ে চিনের সঙ্গে বাণিজ্য-সম্পর্কে রাশের ইঙ্গিত কিমের