চিনা প্রেসিডেন্টের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিলেন নরেন্দ্র মোদী
সন্ত্রাসের বিরুদ্ধে এক জোট হয়ে লড়তে হবে। বাড়াতে হবে পারস্পরিক সহযোগিতা। ভারতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওয়েব ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে এক জোট হয়ে লড়তে হবে। বাড়াতে হবে পারস্পরিক সহযোগিতা। ভারতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- ভারতের পাশেই থাকল রাশিয়া
ব্রিকস সম্মেলনের ফাঁকে দুদেশের রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, দুদেশের কৌশলগত সমঝোতা সহ বিভিন্ন ইস্যুতে সদর্থক আলোচনা হয়েছে। যদিও মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় চিন এখনও কোনও প্রতিশ্রুতি দেয়নি। তবে মাসুদ আজহার ও পাক মদতপুষ্ট সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে ভারত যে উদ্বিগ্ন, সেকথা জিনপিংকে স্পষ্ট কথায় বুঝিয়ে দিয়েছেন মোদী। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।