ডোকলাম দ্বৈরথের পর BRICS সম্মেলনে এই প্রথম বৈঠকে মোদী-জিংপিং, নজর গোটা বিশ্বের

Updated By: Sep 5, 2017, 09:54 AM IST
ডোকলাম দ্বৈরথের পর BRICS সম্মেলনে এই প্রথম বৈঠকে মোদী-জিংপিং, নজর গোটা বিশ্বের

ওয়েব ডেস্ক: ব্রিকসে কাছাকাছি ভারত চিন। আজ ভারতীয় সময়ে সকাল ১০ টায় দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট জিং পিং। ডোকলাম নিয়ে আপাতত দুই রাষ্ট্রনেতাই যে ভাবতে নারাজ, তা ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। যদিও আজকেই এই বৈঠকে দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ডোকলাম দ্বৈরথের পর এই প্রথম মুখোমুখি হয়েছেন দুই রাষ্ট্রনেতা।

ডোকলাম নিয়ে গত কয়েক মাস ধরেই ঠান্ডা লড়াই চলছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে দু’দেশই আস্থা বর্ধক পদক্ষেপ হিসেবে এই বৈঠকের দিকে তাকিয়ে। রবিবার BRICS সম্মেলনে যোগ দিতে চিনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। গতকাল BRICS সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

 

 

কূটনৈতিক মহলের ধারণা, এই বৈঠকে প্রাথমিকভাবে যে বিষয়ের ওপর জোর দেওয়া হবে

  • ব্রিকস দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান প্রদান আরও জোরদার করার পক্ষে সওয়াল করবেন মোদী।
  • মোদীর দাবি, বাণিজ্য ও অর্থনীতিই ব্রিকস দেশগুলির মধ্যে সহযোগিতার মূল ভিত্তি। তাই এক্ষেত্রেই জোর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।
  • ব্রিকস দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিকেও আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন মোদী।
  •  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী।
  • ব্রিকস সম্মেলনের প্লেনারি সেশনে ভাষণ দিতে গিয়ে মোদী দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্য, স্যানিটেশন, স্কিল, খাদ্য সুরক্ষা, লিঙ্গ সমতা, বিদ্যুৎ ও শিক্ষার ব্যাপারে এই ফোরামের গুরুত্বের কথা উল্লেখ করেন। এই ব্যাপারটি আলোচনা হতে পারে। 
  • ব্রিকস দেশগুলির জনগণের মধ্যে আরও যোগাযোগ বাড়ানোর উপর জোর দিয়েছেনন মোদী। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্ষমতা আরও বাড়ানোর কথাও বলেন।
  • ব্রিকস দেশগুলির মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা বাড়ানোর জন্য চিন ৫০ কোটি ইউয়ানের বিশেষ কর্মসূচি নিচ্ছে বলে চিনা প্রেসিডেন্ট জিং পিং ঘোষণা করেছেন।
  • মঙ্গলবার সকালে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতেহ-আল-সিসি-র সঙ্গে বৈঠক করবেন তিনি।

 

 

.