প্রকাশ্যে শিশুকে দুধ খাওয়াতে নিষেধ হোটেলের

প্রকাশ্যে শিশুকে দুধ খাওয়াতে নিষেধ করেছিল লন্ডনের এক হোটেল কর্তৃপক্ষ। পরামর্শ দিয়েছিল, তোয়ালেরর আড়ালে শিশুকে বক্ষদুগ্ধ পান করাতে। তাতেই ক্ষুব্ধ হলেন ব্রিটেনের মায়েরা। বিক্ষোভে হোটেলের বাইরে বসে পড়লেন তাঁরা। খোলামেলাভাবেই দুধ খাওয়ালেন শিশুদের।

Updated By: Dec 7, 2014, 01:25 PM IST
প্রকাশ্যে শিশুকে দুধ খাওয়াতে নিষেধ হোটেলের

লন্ডন: প্রকাশ্যে শিশুকে দুধ খাওয়াতে নিষেধ করেছিল লন্ডনের এক হোটেল কর্তৃপক্ষ। পরামর্শ দিয়েছিল, তোয়ালেরর আড়ালে শিশুকে বক্ষদুগ্ধ পান করাতে। তাতেই ক্ষুব্ধ হলেন ব্রিটেনের মায়েরা। বিক্ষোভে হোটেলের বাইরে বসে পড়লেন তাঁরা। খোলামেলাভাবেই দুধ খাওয়ালেন শিশুদের।

তাঁদের দাবি, শিশুকে খোলাখুলি বুকের দুধ খাওয়ানোর অধিকার। ঘটনায় নিন্দা ছড়িয়ে পরেছে সোশ্যাল দুনিয়ায়।

 

Tags:
.