জনসমক্ষে স্তন্যপান করানোর দাবিতে অভিনব প্রতিবাদে মায়েরা!

কোলের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য উপযুক্ত কোনও জায়গা নেই। বাথরুমে গিয়ে লুকিয়ে স্তন্যপান করাতে হয়। বারবার প্রশাসনের কাছে এই পরিস্থিতির বদল চেয়ে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। গর্জে উঠলেন মায়েরা। হংকংয়ের তাইওয়াই রেলস্টেশনে এক অভিনব প্রতিবাদ করলেন তাঁরা। প্রায় শতাধিক মা জড়ো হন স্টেশনে। তারপর তাঁরা স্টেশনের উপরেই বসে পড়েন। কোলের সন্তানকে কম্বলে জড়িয়ে স্তন্যদুগ্ধ পান করালেন মায়েরা।

Updated By: May 10, 2016, 07:58 PM IST
জনসমক্ষে স্তন্যপান করানোর দাবিতে অভিনব প্রতিবাদে মায়েরা!

ওয়েব ডেস্ক : কোলের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য উপযুক্ত কোনও জায়গা নেই। বাথরুমে গিয়ে লুকিয়ে স্তন্যপান করাতে হয়। বারবার প্রশাসনের কাছে এই পরিস্থিতির বদল চেয়ে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। গর্জে উঠলেন মায়েরা। হংকংয়ের তাইওয়াই রেলস্টেশনে এক অভিনব প্রতিবাদ করলেন তাঁরা। প্রায় শতাধিক মা জড়ো হন স্টেশনে। তারপর তাঁরা স্টেশনের উপরেই বসে পড়েন। কোলের সন্তানকে কম্বলে জড়িয়ে স্তন্যদুগ্ধ পান করালেন মায়েরা।

সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই মায়েরা একটি সংগঠন গড়েছেন। নাম ম্যামামিল্ক বেবি অ্যালায়েন্স। তাদের দাবি, একটাই। জনসমক্ষে স্তন্যপান করাতে দিতে হবে। দিতে হবে ন্যূনতম শিশু সুরক্ষা। এদিকে, তাইওয়াই স্টেশনে যখন এভাবে মায়েদের প্রতিবাদ চলছে, তখন ভিড় জমে যায় চারদিকে। কাজ ফেলে দাঁড়িয়ে পড়েন অনেকেই। কেউ কেউ এই ঘটনার নিন্দাও করেন।

.