নাইজেরিয়ায় শরিয়ত আইন এলে তবেই সমঝোতা: বোকো হারাম

নাইজেরিয়ায় হিংসা এখনই বন্ধ হচ্ছে না। শনিবার কার্যত এমনই ইঙ্গিত দিল মুসলিম জঙ্গি সংগঠন বোকো হারাম। এদিন একটি ব্রিটিশ দৈনিক `দ্য গার্ডিয়ান`-এ প্রকাশিত খবর অনুযায়ী, বোকো হারাম গোষ্ঠীর মুখপাত্র আবু কাকা জানিয়েছেন, দেশে যতদিন না শরিয়ত আইন বলবত্ হচ্ছে, ততদিন লড়াই চলবে।

Updated By: Jan 28, 2012, 05:14 PM IST

নাইজেরিয়ায় হিংসা এখনই বন্ধ হচ্ছে না। শনিবার কার্যত এমনই ইঙ্গিত দিল মুসলিম জঙ্গি সংগঠন বোকো হারাম। এদিন একটি ব্রিটিশ দৈনিক `দ্য গার্ডিয়ান`-এ প্রকাশিত খবর অনুযায়ী, বোকো হারাম গোষ্ঠীর মুখপাত্র আবু কাকা জানিয়েছেন, দেশে যতদিন না শরিয়ত আইন বলবত্ হচ্ছে, ততদিন লড়াই চলবে। তাঁর মতে, প্রত্যেককে শরিয়ত আইন মানতে হবে। সেই আইন অমান্য করলে তাকে হত্যা করার রাস্তায় নামবে তাঁর দল। `আমরা তখনই সমঝোতার রাস্তায় হাঁটব, যখন সরকার আমাদের পায়ে এসে পড়বে`, কাকার স্পষ্ট বক্তব্য। এর আগে বোকো হারাম জানিয়েছিল, নাইজেরিয়ার সরকার তাদের দলের সদস্যদের জেল থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত, তাদের যুদ্ধ চলবে। এবার এক ধাপ এগিয়ে আবু কাকার বক্তব্য, তাদের দলের সদস্যদের জেল থেকে মুক্তি দিলে তারা অস্ত্র সংবরণ করবে, সমর্পণ নয়। তাঁর দাবি বোকো হারাম আল কায়েদার আনুসারি গোষ্ঠী । সৌদি আরবে আল কায়েদার প্রবীণ নেতাদের সঙ্গেও দেখা করেছেন তাঁরা। বোকো হারাম গোষ্ঠীর হামলায় উত্তর নাইজেরিয়ার কানো শহরে গত কয়েক সপ্তাহে এখনও পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন ভারতীয়।

.