২০০ যাত্রী নিয়ে অসমের নদীতে উল্টে গেল নৌকা, নিখোঁজ ৫০

অসমের কামরূপ জেলায় কোলোহি নদীতে ফেরি নৌকা উল্টে নিখোঁজ পঞ্চাশ জন। নৌকো প্রতিযাগিতায় যোগ দিতে যন্ত্রচালিত ফেরি নৌকায় চেপে ছয়গাঁও এলাকা থেকে চাম্পুপাড়ায় আসছিলেন ২০০ জনেরও বেশি যাত্রী। মাঝ নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকো ধাক্কা মারে নদীর ওপর নির্মীয়মান একটি সেতুর স্তম্ভে। এরপরেই উল্টো যায় নৌকা। সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা।

Updated By: Sep 28, 2015, 11:52 PM IST
২০০ যাত্রী নিয়ে অসমের নদীতে উল্টে গেল নৌকা, নিখোঁজ ৫০

ওয়েব ডেস্ক: অসমের কামরূপ জেলায় কোলোহি নদীতে ফেরি নৌকা উল্টে নিখোঁজ পঞ্চাশ জন। নৌকো প্রতিযাগিতায় যোগ দিতে যন্ত্রচালিত ফেরি নৌকায় চেপে ছয়গাঁও এলাকা থেকে চাম্পুপাড়ায় আসছিলেন ২০০ জনেরও বেশি যাত্রী। মাঝ নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকো ধাক্কা মারে নদীর ওপর নির্মীয়মান একটি সেতুর স্তম্ভে। এরপরেই উল্টো যায় নৌকা। সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা।

পরে উদ্ধার কাজে যোগ দেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। অনেক যাত্রীই সাঁতরে নৌকোয় ওঠেন। তবে এখনও পর্যন্ত খোঁজ নেই পঞ্চাশজন যাত্রীর। রাত নেমে আসায় বন্ধ রাখা হয় উদ্ধারকাজ।

.