আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেট-এর কাছে বিস্ফোরণ
আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেট-এর অনতিদূরে হামলা চালাল সন্দেহভাজন তালিবান জঙ্গিরা। এদিন সকালে ভারতীয় বাণিজ্য দূতাবাসের প্রায় এক কিলোমিটার দূরে একটি বাজারে বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসবাদীরা।
আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেট-এর অনতিদূরে হামলা চালাল সন্দেহভাজন তালিবান জঙ্গিরা। এদিন সকালে ভারতীয় বাণিজ্য দূতাবাসের প্রায় এক কিলোমিটার দূরে একটি বাজারে বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসবাদীরা। সাম্প্রতিক অতীতে দু`বার কাবুলের ভারতীয় দূতাবাসে বড় ধরণের আঘাত হেনেছে জালালুদ্দিন হক্কানি ও সিরাজুদ্দিন হক্কানির নেতৃত্বাধীন পাক তালিবান গোষ্ঠী। তাই প্রাথমিকভাবে ভারতীয় কনস্যুলেট`ই জঙ্গিদের নিশানা ছিল বলে সন্দেহ করা হয়েছিল। যদিও ঘটনার কিছুক্ষণ পরই আফগান পুলিসের তরফে এই সম্ভাবনার কথা নাকচ করে দেওয়া হয়। কাবুলের ভারতীয় দূতাবাসের তরফে জানান হয়েছে, জালালাবাদ কনস্যুলেটে কর্মরত ভারতীয় এবং তাঁদের পরিবারের সদস্যদের সকলেই নিরাপদে রয়েছেন।