United Kingdom: ইংল্যান্ডে জনপ্রিয়তম নামের তালিকায় বড়সড় চমক! শীর্ষে রয়েছে 'মহম্মদ'...

United Kingdom: সদ্যোজাত কন্যাদের জনপ্রিয় নামের তালিকায় ২০১৬ সাল থেকে শীর্ষে রয়েছে অলিভিয়া। ২০২৩ সালের তালিকায় প্রথম তিনে রয়েছে অলিভিয়া, অ্যামেলিয়া এবং আইলা

Updated By: Dec 6, 2024, 06:05 PM IST
United Kingdom: ইংল্যান্ডে জনপ্রিয়তম নামের তালিকায় বড়সড় চমক! শীর্ষে রয়েছে 'মহম্মদ'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ড এবং ওয়েলসে সদ্যোজাত পুত্রের নাম কী রাখা হচ্ছে যাচ্ছেন? জানলে আপনিও অবাক হতে পারেন আপনি। সকলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল 'মহম্মদ'। ব্রিটেন এবং ওয়েলসে সদ্যোজাত পুত্রের নাম অধিকাংশ রাখা হচ্ছে 'মহম্মদ'।  ২০২৩ সালের জনপ্রিয় নামগুলোর তালিকায় সবার উপরে উঠে এসেছে মহম্মদ। এমনটাই জানা গিয়েছে ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স সূত্রে।

আরও পড়ুন: Bangladesh Pollution: বদলের বাংলাদেশ এবার দূষিত বাতাসের শহরের তালিকায়!

সদ্যোজাত কন্যাদের জনপ্রিয় নামের তালিকায় ২০১৬ সাল থেকে শীর্ষে রয়েছে অলিভিয়া। ২০২৩ সালের তালিকায় প্রথম তিনে রয়েছে অলিভিয়া, অ্যামেলিয়া এবং আইলা। রাজপরিবারের নাম অর্থাৎ ক্যামিলা, মেগান, হ্যারি-এগুলো জনপ্রিয়তা হারাচ্ছে।

২০২২ সালে ব্রিটেনে পুত্রের নামের তালিকায় সবার উপরে ছিল নোয়া। এবং দ্বিতীয় স্থানে ছিল মহম্মদ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ছবি সম্পূর্ণভাবে পাল্টে যায়। শীর্ষে উঠে আসে মহম্মদ। জনপ্রিয় নামের তালিকায় তিন নম্বরে রয়েছে জর্জ। সূত্র মতে, ২০২২ সালে ব্রিটেনে ৪১৭৭টি সদ্যোজাত পুত্রের নাম মহম্মদ রাখা হয়েছিল। এক বছর পরে সেই সংখ্যাটা ৪৬৬১ পর্যন্ত পৌঁছে গিয়েছে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.