প্যারিস হামলায় অভিযুক্ত আট্টারকে গ্রেফতার মরোক্কো পুলিসের

প্যারিস হামলায় সরাসরি যুক্ত গেলেল আটারকে ক্যাসাব্লেনকার কাছে গ্রেফতার করল মরোক্কো পুলিস। গত বছর নভেম্বরে প্যারিসে জঙ্গিহামলায় প্রাণ হারায় ১৩০ জন।

Updated By: Jan 19, 2016, 05:21 PM IST
প্যারিস হামলায় অভিযুক্ত আট্টারকে গ্রেফতার মরোক্কো পুলিসের

ওয়েব ডেস্ক: প্যারিস হামলায় সরাসরি যুক্ত গেলেল আটারকে ক্যাসাব্লেনকার কাছে গ্রেফতার করল মরোক্কো পুলিস। গত বছর নভেম্বরে প্যারিসে জঙ্গিহামলায় প্রাণ হারায় ১৩০ জন।

আইসিস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ২৬ বছর বয়সী বেলজিয়ান আট্টার প্যারিস হামলার সক্রিয় ব্যক্তি। সূত্রের খবর, সিরিয়ায় গিয়ে আইসিস কমান্ডরদের কাছে একাধিকবার ট্রেনিং নিয়েছে আট্টার। এমনিকী প্যারিস হামলার মাস্টার মাইন্ড আবাউদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তার।

বেলজিয়ান ফেডারেল প্রসিকিউটর এরিক ভ্যান দের সিপ্ট জানান, বেলজিয়াম ও মরোক্কো দুই দেশের নাগরিকত্ব রয়েছে আট্টারের। গত বছর ১৩ নভেম্বর প্যারিস রক কনসার্ট, স্টেডিয়াম, ক্যাফেতে আইসিস হামলায় তার নাম উঠে এসেছে।

.