বিন্ত সিং হত্যাকাণ্ডের অন্যতম মূল চক্রী জগতর সিং 'তারা' থাইল্যান্ড থেকে গ্রেফতার

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিন্ত সিংয়ের গুপ্তঘাতক জগতর সিং 'তারা'-কে সোমবার থাইল্যান্ড থেকে গ্রেফতার করা হল।

Updated By: Jan 6, 2015, 12:34 PM IST
বিন্ত সিং হত্যাকাণ্ডের অন্যতম মূল চক্রী জগতর সিং 'তারা' থাইল্যান্ড থেকে গ্রেফতার

নয়া দিল্লি: পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিন্ত সিংয়ের গুপ্তঘাতক জগতর সিং 'তারা'-কে সোমবার থাইল্যান্ড থেকে গ্রেফতার করা হল।

রিপোর্টে প্রকাশ, পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স  (আইএসআই) এজেন্সির নির্দেশে থাইল্যান্ডে এক ব্যক্তির বাড়িতে এতদিন লুকিয়ে ছিলেন 'তারা'। গতকাল সেই ব্যক্তির বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে থাই পুলিস।

জঙ্গি সংগঠন খলিস্তান টাইগার ফোর্সের নেতা জগতর সিং 'তারা' বিন্ত সিং নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম মূল চক্রী। ১৯৯৫ সালের ৩১ অগাস্ট চণ্ডীগড়ে পাঞ্জাব সচিবালয়ের বাইরে মানব বোমা বিস্ফোরণে বিন্ত সিং সহ ১৮ জনের মৃত্যু হয়।

সেই সময় এই ঘটনার মূল চক্রী তারা, পরমজিত সিং ভেওরা, জগতর সিং হাওয়ারা প্রত্যেকেই বাব্বার খালসার সদস্য ছিল। তারা পরে নিজের পৃথক জঙ্গি দল 'খালিস্তান টাইগার ফোর্স' তৈরি করেন।

খালিস্তান লিবেরেশন ফোর্সের দিলওয়ার সিং মানব বোমা রূপে কাজ করেছিলেন। আর এক আত্মঘাতী জঙ্গি বলবন্ত সিং রাজোনাকে গ্রেফতার করা হয়। পরে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়। যদিও, বিবিধ শিখ সংগঠনগুলির লাগাতার প্রতিবাদে বলবন্তের ফাঁসি ২০১২ সালে স্থগিত হয়।

মূল অভিযুক্ত ৩ জন দেব সিং নামের আর এক ব্যক্তি সহ ২০০৪ সালে চণ্ডীগড়ের বুরেল জেলের করা নিরাপত্তা টপকে পালিয়ে যায়।

ভেওরা ও হাওয়ারাকে পরে নেপাল থেকে গ্রেফতার করা হয়। তারা ও দেব সিং পাকিস্তানে পালিয়ে যায়।

পাকিস্তানি পাসপোর্ট নিয়ে থাইল্যান্ড চলে যায় তারা। দেব সিং এখনও পাকিস্তানে লুকিয়ে আছে বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের।

 

.