অশান্ত বাংলাদেশের প্রভাব বাণিজ্যে, ত্রিপুরা সীমান্তে দাঁড়িয়ে সারি সারি লরি

অশান্ত বাংলাদেশ। হরতাল, বিক্ষোভ চলছেই। যার প্রভাব পড়েছে বাণিজ্যে। ত্রিপুরার আখুরা সীমান্তে দাঁড়িয়ে সারি সারি মালবাহী লরি। প্রতিদিন ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকার। সমস্যায় পড়েছেন সীমান্তে লরিতে মাল ওঠানো নামানোর কাজে যুক্ত শ্রমিকরা।শেখ হাসিনা সরকারের অধীনে সাধারণ নির্বাচনে অংশ নিতে চায় না বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ আঠেরো দলের জোট। এই নিয়ে শাসক দল বনাম বিরোধী দলের কাজিয়া তুঙ্গে।

Updated By: Nov 3, 2013, 11:09 PM IST

অশান্ত বাংলাদেশ। হরতাল, বিক্ষোভ চলছেই। যার প্রভাব পড়েছে বাণিজ্যে। ত্রিপুরার আখুরা সীমান্তে দাঁড়িয়ে সারি সারি মালবাহী লরি। প্রতিদিন ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকার। সমস্যায় পড়েছেন সীমান্তে লরিতে মাল ওঠানো নামানোর কাজে যুক্ত শ্রমিকরা।শেখ হাসিনা সরকারের অধীনে সাধারণ নির্বাচনে অংশ নিতে চায় না বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ আঠেরো দলের জোট। এই নিয়ে শাসক দল বনাম বিরোধী দলের কাজিয়া তুঙ্গে।
 
এর জেরে বেশ কয়েকদিন ধরেই অস্থির বাংলাদেশ। এক সপ্তাহ পর সবে শুরু হয়েছে ঢাকা-আগরতলা বাস চলাচল। কিন্তু তাও অনিয়মিত। এর জেরে অনেকেই সীমান্তে আটকে পড়েছেন। অশান্তির প্রভাব পড়েছে দু দেশের বাণিজ্যে। এর জেরে বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের আমদানি-রফতানি। ফলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে।
 
সীমান্তে  দাঁড়িয়ে সারি সারি লরি। বন্ধ ব্যবসা বাণিজ্য। এর ফলে যারা লরিতে মাল ওঠানো এবং খালাসের কাজে যুক্ত তাদের সমস্যা আরও মারাত্মক আকার নিয়েছে। উত্তর-পূর্বের ব্যস্ত বাণিজ্য কেন্দ্র আখুরায় প্রতিদিন গড়ে প্রায় দুশোটি লরির মাল ওঠানো নামানো হয়। কিন্তু অশান্তির জেরে সেই সংখ্যাটা এখন কুড়িতে নেমে গেছে।

.