ড্রোন হামলা নিয়ে আমেরিকাকে তোপ পাকিস্তানের

আমেরিকার বিরুদ্ধে ফোঁস করল পাকিস্তান। পাক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী চৌধুরি নিসার খান ড্রোন হামলা নিয়ে আমেরিকার বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁর অভিযোগ, তালিবানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে দিতেই পরিকল্পিত ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। আজ মার্কিন রাষ্ট্রদূতকে তলবও করে ইসলামাবাদ। মার্কিন ড্রোন হামলায় শীর্ষ তালিবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর পর বেশকিছুটা চাপে নওয়াজ শরিফ সরকার।

Updated By: Nov 3, 2013, 09:05 PM IST

আমেরিকার বিরুদ্ধে ফোঁস করল পাকিস্তান। পাক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী চৌধুরী নিসার খান ড্রোন হামলা নিয়ে আমেরিকার বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁর অভিযোগ, তালিবানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে দিতেই পরিকল্পিত ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। আজ মার্কিন রাষ্ট্রদূতকে তলবও করে ইসলামাবাদ। মার্কিন ড্রোন হামলায় শীর্ষ তালিবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর পর বেশকিছুটা চাপে নওয়াজ শরিফ সরকার।
একদিকে, মেহসুদের মৃত্যুর চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরিক-এ-তালিবান। অন্যদিকে, ড্রোন হামলায় মেহসুদের মৃত্যুর দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত আমেরিকা। জোড়া চাপের মুখে আক্রমণের রাস্তাই বাছল ইসলামাবাদ। কিছুদিন আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে পাক সরকারের সঙ্গে শান্তি আলোচনা  শুরু করার বিষয়ে সওয়াল করেছিলেন হাকিমুল্লাহ মেহসুদ। শুক্রবাই উত্তর ওয়াজিরিস্তানে প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা করেছিল নওয়াজ শরিফ সরকার। কিন্তু, সেদিনই মার্কিন ড্রোন হামলায় তালিবান প্রধানের মৃত্যুতে শান্তিপ্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন পাক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। প্রস্তাবিত শান্তি আলোচনা ভেস্তে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে দাবি পাক সরকারের।
 
ইসলামাবাদের দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা। তালিবানের সঙ্গে শান্তি আলোচনা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন সরকারের এক প্রতিনিধি।এমনকি সরকারিভাবে হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর খবরও স্বীকার করেনি আমেরিকা। হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যু ঘিরে ঘরে বাইরে বেশকিছুটা চাপের মুখে নওয়াজ শরিফ সরকার। রবিবার পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ওলসনকে ডেকে পাঠায়  পাক বিদেশ মন্ত্রক।   

.