অশান্তির ধোঁয়ায় আজ বাংলাদেশে ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৫৩
অশান্তির বাতাবরণেই বাংলাদেশের ১৪৭টি আসনে চলছে ভোটগ্রহণ। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ১৫৩ জন প্রার্থী। ফলে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না প্রায় ৫ কোটি ভোটার। বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে যা নজিরবিহীন। গতকালও ভোট বয়কটের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। চলছে তাদের ডাকা ৪৮ ঘণ্টার বনধও। ১৮ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ১০ হাজার কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। হিংসার আশঙ্কায় রাজধানী ঢাকা সহ আরও কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অশান্তির বাতাবরণেই বাংলাদেশের ১৪৭টি আসনে চলছে ভোটগ্রহণ। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ১৫৩ জন প্রার্থী। ফলে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না প্রায় ৫ কোটি ভোটার। বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে যা নজিরবিহীন। গতকালও ভোট বয়কটের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। চলছে তাদের ডাকা ৪৮ ঘণ্টার বনধও। ১৮ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ১০ হাজার কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। হিংসার আশঙ্কায় রাজধানী ঢাকা সহ আরও কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হিংসা বিদ্ধস্ত বাংলাদেশে রবিবার ভোটের সকাল দেখল দেশবাসী। যদিও দেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করেছে। তাঁদের দাবি স্বচ্ছ নির্বাচনের। গতবছর থেকে বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কটে ডাকে আন্দোলন করেছেন বিরোধীরা। ছড়িয়েছে হিংসা। প্রতিবাদ আন্দোলনে প্রাণ গিয়েছে শতাধিকের। নির্বাচন বয়কট করায় বুহু বিরোধী নেতাদের গ্রেফতার করেছে পুলিস। হিংসার সিংহভাগটাই হয়েছে বাংলাদেশের গ্রামাঞ্চলে।