অশান্ত বাংলাদেশ, গণহাত্যার অভিযোগ বিরোধীদের

যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে সম্মুখ সমরে  বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামি লিগ এবং বিএনপি। দেশজুড়ে হতাহতের ঘটনাকে সরকারি মদতে গণহত্যা বলে অভিযোগ করেছেন বিরোধী দল বিএনপি-র প্রধান বেগম খালেদা জিয়া। আওয়ামি লিগের অভিযোগ, একাত্তরের গণহত্যাকে চাপা দিতেই সরকার-বিরোধী জিগির তুলতে চাইছে বিএনপি।     

Updated By: Mar 1, 2013, 11:10 PM IST

যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে সম্মুখ সমরে  বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামি লিগ এবং বিএনপি। দেশজুড়ে হতাহতের ঘটনাকে সরকারি মদতে গণহত্যা বলে অভিযোগ করেছেন বিরোধী দল বিএনপি-র প্রধান বেগম খালেদা জিয়া। আওয়ামি লিগের অভিযোগ, একাত্তরের গণহত্যাকে চাপা দিতেই সরকার-বিরোধী জিগির তুলতে চাইছে বিএনপি।  
  
দেইল্লা রাজাকারের মৃত্যুদণ্ডের প্রতিবাদে রবি ও সোমবার বাংলাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামাত-ই-ইসলামি। বৃহস্পতিবার, আদালত তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়ার পরই জামাতের প্ররোচনায় দেশজুড়ে ছড়িয়েছে হিংসা। বাড়ছে হতাহতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিস। শুক্রবার, বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া এই ঘটনাকে সরকারি গণহত্যা বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার, বাংলাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।
 
বিরোধী দল সরকারকে আক্রমণের নিশানা করায় পাল্টা আক্রমণের রাস্তায় আওয়ামি লিগও। হিংসা দমনের নামে নিরাপত্তাবাহিনী অসংযত আচরণ করায় বহু মানুষের প্রাণহানি ঘটছে বলে অভিযোগ বিএনপি-র। পাল্টা অভিযোগ করেছে আওয়ামি লিগও।  

যুদ্ধপরাধীদের বিচার ইস্যুতে জামাতপন্থীদের সঙ্গে শাহবাগের লড়াইয়ে এই মুহূর্তে যুযুধান বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামি লিগ ও বিএনপি। 

.