Bangladesh: চাইলেই আর যাওয়া যাবে না সেন্টমার্টিন দ্বীপে! বদলের বাংলাদেশে চালু ট্রাভেল পাস নীতি..
Bangladesh: সঙ্গে নেওয়া যাবে না পলিথিন ও প্লাস্টিক পণ্য। পর্যটকরা যে হোটেলে থাকবেন, সেই হোটেলের রেজিস্ট্রারও সংরক্ষণ করা হবে। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কমিটি গড়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়।
সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। কিন্তু চাইলেই আর সেই দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা! কেন? ট্রাভেল পাস নীতি চালু করল অন্তর্বর্তী সরকার। যাঁদের ট্রাভেল পাস থাকবে, কেবলমাত্র তাঁরাই যেতে পারবেন সেন্টমার্টিনে। শুধু তাই নয়, সঙ্গে নেওয়া যাবে না পলিথিন ও প্লাস্টিক পণ্য। পর্যটকরা যে হোটেলে থাকবেন, সেই হোটেলের রেজিস্ট্রারও সংরক্ষণ করা হবে। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কমিটি গড়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়।
আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসে খোশগল্পে মাতলেন খালেদা-ইউনূস!
কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, 'জাহাজ ছাড়ার এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস নিয়ে নির্দিষ্ট জাহাজেই পর্যটকরা ঘুরে পারবেন। জাহাজের পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ (বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী)। পর্যটকরা কোন হোটেলে উঠছেন, সে সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে রাখতে হবে। জাহাজ ছাড়ার পয়েন্টে এবং সেন্টমার্টিনে এন্ট্রি পয়েন্টে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড লাগানো হবে। বাংলাদেশ পরিবেশ অধিদফতরের কক্সবাজার জেলা অফিস সার্বিক যোগাযোগ ও সমন্বয় করবে। এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে'।
কীভাবে মিলবে ট্রাভেল পাস?
----
বাংলাদেশ টুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।
অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রার করতে হবে।
রেজিস্ট্রেশনের পরেই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অনলাইনেই ট্রাভেল পাস সংগ্রহ করা যাবে।
এই ট্রাভেল পাস দেখিয়ে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া জাহাজে উঠতে হবে। গুগল প্লে স্টোরতে অবশ্য বাংলাদেশ টুরিজম বোর্ডের কোনও অ্যাপস পাওয়া যায়নি। অ্যাপটি এখনও ডেভেলপিং পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)