'মুজিবরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো', আজ বঙ্গবন্ধু ৯৭

Updated By: Mar 17, 2016, 10:16 PM IST
'মুজিবরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো', আজ বঙ্গবন্ধু ৯৭

'মুজিব ভাই' আজ ৯৭*। শহিদের, বীরের মৃত্যু হয় কেবল শরীরের। জয় বাংলার 'অমর পিতা' জাতির জনক বঙ্গবন্ধুকে আজ তাই লেখায়, চেতনায়, ভাবনায়, আদর্শে জীবিত রাখলাম। বাঁচিয়ে রাখলাম মুক্তিসংগ্রামের নায়ককে। সারা বিশ্ব জুড়েই পালিত হল বঙ্গবন্ধুর ৯৭ তম জন্মদিন। ১৯৭১ যাদের মনে আছে, সে ইতিহাস যারা আগামী দিনেও পড়বেন সেই প্রতিটি মানুষের কাছে শেখ মুজিবরের ঐতিহাসিক ভাষণের কিছুটা তুলে ধরা হল। রইল তাঁর হত্যাকারীর জবানবন্দিও। 

৭ মার্চ, ১৯৭১, বঙ্গবন্ধুর ভাষণ-  
ভাইয়েরা আমার। আপনারা সবই জানেন, সবই বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। আজ বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ বাঁচতে চায়...

কেন মুজিবের হত্যা?
কর্নেল ফারুক রহমান এবং কর্নেল আব্দুর  রশিদের জবানবন্দি, কেন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল?

ভারত বাংলাদেশের মৈত্রীতে ইন্দিরা ও মুজিবের ভাষণ-
"ভারত আপনা ওয়াদা নিভায়েগা... বাংলাদেশের প্রেরণায় প্রেরণা পায় ভারতও"। ইন্দিরা গান্ধীর পরই 'শেখ সাহেব'কে বলার জন্য আবেদন করেন শ্রীমতি ইন্দিরা গান্ধী। বলতে শুরু করেন মুজিব ভাই। "Prime Minister Smt Gandhi... ওপরপ্রান্ত থেকে লাখ লাখ কন্ঠ কোরাসে বলে ওঠে বাংলায় বাংলায় বাংলায়...,আমার ভাই ও বোনেরা, তারপর-

.