জন্মেই মৃত্যুকে জয় করলেন বেবি নম্বর ৫৯

জন্ম হতেই লড়াই শুরু। লড়াই জীবনের। লড়াই মৃত্যুর সঙ্গে। গত শনিবার পূর্ব চিনে অস্বাভাবিক ভাবে প্রাণে বাঁচল এক সদ্যজাত শিশু। চিনের প্রতিটি সংবাদপত্র থেকে টিভি চ্যানেলে শুধু একটিই নামই সাড়া ফেলে দেয়, বেবি নম্বর ৫৯। সেখানকার এক সংবাদপত্র জানিয়েছে, ২২ বছরে এক গর্ভবতী কুমারি মহিলা বাথরুমে গিয়েছিলেন। সেখানেই তিনি সন্তান প্রসব করেন। কিন্তু শিশুটি হাত থেকে পড়ে জলের পাইপ লাইনে আটকে যায়। তারপর উদ্ধার করার কোনও উপায় না পেয়ে মা ছোটেন বাড়ির মালিক কাছে। খবর যায় পুলিসেও।

Updated By: May 29, 2013, 06:50 PM IST

জন্ম হতেই লড়াই শুরু। লড়াই জীবনের। লড়াই মৃত্যুর সঙ্গে। গত শনিবার পূর্ব চিনে অস্বাভাবিক ভাবে প্রাণে বাঁচল এক সদ্যজাত শিশু। চিনের প্রতিটি সংবাদপত্র থেকে টিভি চ্যানেলে শুধু একটিই নামই সাড়া ফেলে দেয়, বেবি নম্বর ৫৯। সেখানকার এক সংবাদপত্র জানিয়েছে, ২২ বছরে এক গর্ভবতী কুমারি মহিলা বাথরুমে গিয়েছিলেন। সেখানেই তিনি সন্তান প্রসব করেন। কিন্তু শিশুটি হাত থেকে পড়ে জলের পাইপ লাইনে আটকে যায়। তারপর উদ্ধার করার কোনও উপায় না পেয়ে মা ছোটেন বাড়ির মালিক কাছে। খবর যায় পুলিসেও।
দুঘণ্টা ধরে উদ্ধারকার্য চালিয়ে অক্ষত অবস্থায় মৃত্যুঞ্জয়ী শিশুটিকে ফিরেয়ে আনে পুলিস। আরও জানা গিয়েছে, মহিলাটি বিবাহিত নন। জিযাং শহরে একটি হোটলে তিনি কাজ করেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে সহবাস হয়। তবে এই মহিলা গর্ভবতী হবার পর অপরিচিত ব্যক্তিটি পরে অস্বীকার করেন। কিন্তু তিনি এতে দমে ছিলেন না। নিজের সন্তানকে জন্ম দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন।

.