Afghanistan: পাক বিরোধী মিছিলে উঠলো "আজাদি" স্লোগান
পাক বিরোধী মিছিলে শূন্যে গুলি চালালো তালিবান
নিজস্ব প্রতিবেদন: শয়ে শয়ে আফগান জনতা, যাদের মধ্যে বেশিরভাগই মহিলা, মঙ্গলবার এক পাকিস্তান বিরোধী প্রতিবাদে সামিল হয়েছেন কাবুলের রাস্তায়। প্রতিবাদ মিছিল থেকে উঠলো পাকিস্তান বিরোধী স্লোগান আর তারপরেই মিছিল ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালালো তালিবান।
মিছিলের অভিমুখ ছিল সেরেনা হোটেলের দিকে যেখানে রয়েছেন ISI-এর ডিরেক্টর ফাইজ হামিদ রয়েছেন। এই গুলিচালনার ঘটনা ঘটে কাবুলের Presidential Palace-এর সামনে।
আরও পড়ুন: Afghanistan: প্রায় স্তব্ধ চিকিৎসা ব্যবস্থা, বিপাকে সাধারণ আফগান নাগরিকরা
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে পাক বিরোধী এই মিছিলে "আজাদি আজাদি", "death to Pakistan" এবং "death to ISI" স্লোগান ওঠে। এই মিছিলের আঁচ ছড়িয়ে পরে উত্তর আফগানিস্তানের বল্খ প্রদেশে। সেখানেও শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে পড়েন প্রতিবাদে।
টুইটারে শেয়ার হওয়া একটি ভিডিওয় এক আফগান মহিলাকে বলতে শোনা যায় পাকিস্তান অথবা তালিবান কারুর অধিকার নেই পঞ্জশির দখল করার। ঘটনাচক্রে সোমবারই তালিবান দাবি করে তারা পঞ্জশিরের দখল নিয়েছে।
শান্তির বার্তা দেওয়ার পরেও প্রতিবাদীদের উপর তালিবানের গুলি চালানোর ঘটনা এটা প্রথম নয়। এর আগেও ১৯শে আগস্ট অসাদাবাদ শহরে এক মিছিলে গুলি চালিয়ে বেশকিছু প্রতিবাদীকে হত্যা করে তালিবানরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)