স্বাধীনতা দিবসে জঙ্গি হামলা পাকিস্তানে, মৃত ১০ জঙ্গি

Updated By: Aug 15, 2014, 01:32 PM IST
স্বাধীনতা দিবসে জঙ্গি হামলা পাকিস্তানে, মৃত ১০ জঙ্গি

পাকিস্তানে দু-দুটি সামরিক ঘাঁটিতে বড়সড় হামলা চালাল জঙ্গিরা। স্বয়ংক্রিয় অস্ত্র, রকেট লঞ্চার, গ্রেনেড নিয়ে আত্মঘাতী হামলা হয়েছে বালুচিস্তান প্রদেশের কোয়েটা এয়ারবেসে। যদিও পাক সেনার পাল্টা জবাবে মৃত্যু হয়েছে ১০ হামলাকারীরই।

অন্যদিকে, সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার আহত হলেও কারও মৃত্যুর খবর মেলেনি। প্রথম হামলা হয় সামুংলি এয়ারবেসে, যা মূলত ব্যবহার করে পাক বায়ু সেনা। দ্বিতীয় আক্রমণ হয়েছে খালিদ মিলিটারি এয়ারবেসে। বারো কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই দুটি সামরিক ঘাঁটি।

সেনা-জঙ্গি দুপক্ষের লড়াই চলে দীর্ঘক্ষণ। প্রায় কুড়িটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুক্ষেত্রেই জঙ্গিরা আচমকা গুলি চালাতে চালাতে এয়ারবেসের ভিতরে ঢুকে পড়ে। ছোঁড়া হয় গ্রেনেড-রকেট। খালিদ এয়ারবেসের কাছে চারটি বোমা নিষ্ক্রিয় করেছে নিরাপত্তাবাহিনী। হামলার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।

.