ফ্লোরিডায় বন্দুকবাজের হামলায় হত ২

গানের তালে তালে তখনও দুলছে পা। নাইট ক্লাবে আলসে উল্লাস। কিন্তু মূহুর্তেই ছন্দ পতন। আচমকা গুলির শব্দ। ফ্লোরিডার নৈশক্লাবে সোমবার ভোর রাতে অতর্কিতে ঢুকে পড়া ২ বন্দুকবাজের ৩০ রাউন্ড গুলিতে ততক্ষণে লুটিয়ে পড়েছেন ২ ব্যক্তি, আহত ১৭ জনেরও বেশি।

Updated By: Jul 25, 2016, 06:02 PM IST
ফ্লোরিডায় বন্দুকবাজের হামলায় হত ২
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: গানের তালে তালে তখনও দুলছে পা। নাইট ক্লাবে আলসে উল্লাস। কিন্তু মূহুর্তেই ছন্দ পতন। আচমকা গুলির শব্দ। ফ্লোরিডার নৈশক্লাবে সোমবার ভোর রাতে অতর্কিতে ঢুকে পড়া ২ বন্দুকবাজের ৩০ রাউন্ড গুলিতে ততক্ষণে লুটিয়ে পড়েছেন ২ ব্যক্তি, আহত ১৭ জনেরও বেশি।

ওই নাইটক্লাবে তখন যারা ছিল তাদের অধিকাংশেরই বয়স ১৩-১৪র কোঠায়। বন্দুকবাজদের পরিচয় এখনও জানা যায়নি। আমেরিকার পুলিসের তরফ থেকে বন্দুকবাজদের খোঁজে চলছে জোর তল্লাসি।

আরও পড়ুন- ফের নাশকতা জার্মানিতে

প্রসঙ্গত, কিছুদিন আগেই আমেরিকারই অরল্যান্ডোয় এক সমকামী নাইট ক্লাবে মতিন নামক এক আততায়ীর ছোড়া গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন পঞ্চাশ জন এবং গুরুতর আহত হয়েছিলেন বহু মানুষ।

তবে, আপাতত, আজকের এই হামলার দায় স্বীকার করে কোনও জঙ্গিগোষ্ঠীই কোনও বার্তা দেয়নি। ফলে, পুলিসও খানিকটা অন্ধকারে।

আরও পড়ুন- কাবুলে জোড়া বিস্ফোরণ ঘটাল ISIS

.