Pakistan: পাকিস্তানের ৩৭ শতাংশ মানুষ ভুগছেন অপুষ্টিতে, চমকে দেওয়ার মতে তথ্য দিলেন বালোচ নেতা
সিন্ধের মতো প্রদেশে মানুষ পানীয় জলের অভাবে ভুগছেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য তাদের কাছে পৌঁছায় না
নিজস্ব প্রতিবেদন: অর্থনৈতিক অবস্থা ক্রমশ সঙ্গীন হচ্ছে পাকিস্তানের। সাম্প্রতিক এক রিপোর্টে দেখা যাচ্ছে ইমরান খানের দেশের ৩৭ শতাংশ মানুষ ভুগছের খাবারের অভাবে। রোজকার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
বালোচিস্তান বিধানসভার মাহিলা বিধায়ক সংগঠনের প্রধান ডা রুবাবা খান বুলেরি এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরকম এক পরিস্থিতি যদি খুব বেশি দিন চলে দেশের অবস্থা কোথায় দাঁড়াবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বুলেরি। তাঁর দাবি, অপুষ্টিতে ভুগছেন দেশের ৩৭ শতাংশ মানুষ। বালোচিস্তানে এই সংখ্যা ৫০ শতাংশেরও বেশি।
এক্সপ্রেস ডেইলি-র এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের এক তৃতীয়াংশ শিশু অপুষ্টির শিকার। এদের বেশিরভাগেই সিন্ধ ও বালোচিস্তানের। বালোচিস্তানে অপষ্টির সঙ্গে লড়াই করতে সাহায্য করছে হু। এমনটাই দাবি করেছেন ডা রুবাবা খান বুলেরি। তিনি আরও বলেছেন, পাকিস্তানে অপুষ্টির প্রধান কারণ মানুষের হাতে কাজ নেই। তাই আয় নেই।
আরও পড়ুন-Keshpur: পাওনা নিয়ে বচসা, ব্যবসায়ীর এক চড়ে মৃত্যু কর্মচারীর
এদিকে, রাষ্ট্র সংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, এবছর জুলাই মাসে বালোচিস্তানের ৫ লাখ মানুষ খাবারের অভাবে ভুগছিলেন। শুধু তাই নয় পাকিস্তানের ১ লাখ মানুষ প্রাণ বাঁচানের জন্য লড়াই করছেন। বুলেরি আরও জানিয়েছেন, খরা ও জলের অভাবে কখনও ফসল হচ্ছে না। কখনও আবার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই খাবারের অভাবে চূড়ান্ত। সিন্ধের মতো প্রদেশে মানুষ পানীয় জলের অভাবে ভুগছেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য তাদের কাছে পৌঁছায় না। এর মধ্য সবথেকে বেশি ক্ষতি থর জেলায়।