বরফ গলছে, এবার নাকি ধ্বংস হবে পৃথিবী!(দেখুন ভিডিও)

বিশ্ব উষ্ণায়নের জেরে এবার আরও বড় অশনি সংকেতের কথা জালানেন বৈজ্ঞানিকরা। গত জুন মাসে সুমেরু সাগরের বরফ নাকি সবথেকে বেশি পরিমাণে গলে গিয়েছে বলে গবেষণায় বলা হচ্ছে। আর এর জেরেই বিশ্বজুড়ে বিভিন্ন মহাসাগর ও সাগরে জলের স্তর কিছুটা হলেও বেড়ে গিয়েছে। আর এতেই অশনি সংকেত দেখছেন তাঁরা।

Updated By: Jul 10, 2016, 10:58 AM IST
বরফ গলছে, এবার নাকি ধ্বংস হবে পৃথিবী!(দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক : বিশ্ব উষ্ণায়নের জেরে এবার আরও বড় অশনি সংকেতের কথা জালানেন বৈজ্ঞানিকরা। গত জুন মাসে সুমেরু সাগরের বরফ নাকি সবথেকে বেশি পরিমাণে গলে গিয়েছে বলে গবেষণায় বলা হচ্ছে। আর এর জেরেই বিশ্বজুড়ে বিভিন্ন মহাসাগর ও সাগরে জলের স্তর কিছুটা হলেও বেড়ে গিয়েছে। আর এতেই অশনি সংকেত দেখছেন তাঁরা।

একটি পরীক্ষায় বলা হয়েছে, গত জুন মাসের প্রথম থেকেই সুমেরু সাগরে দিনে গড়ে ৩৭ হাজার বর্গ কিলোমিটারের বরফ গলে গিয়েছে। ১৯৭৯ সালের পর এমন পরিস্থিতি নাকি এই প্রথম ঘটল বলে ওই পরীক্ষায় জানানো হয়েছে।

বৈজ্ঞানিকদের দাবি, যেভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বাড়ছে, তাতে আগামী সেপ্টেম্বর মাসেই রেকর্ড পরিমাণ বরফ গলবে এই অঞ্চলে। আর তাতেই পৃথিবীর উপর প্রভাব পড়বে মারাত্মক। এমনকী, অচিরেই ধ্বংস হতে পারে পৃথিবী।

 

.