ভারত চাইলে অনুপ চেটিয়ার হস্তান্তরে রাজি বাংলাদেশ

ভারত চাইলে অনুপ চেটিয়ার হস্তান্তরে রাজি বাংলাদেশ। দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর বুধবার একথা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব। তবে বঙ্গবন্ধুর দুই হত্যাকারী ভারতে রয়েছে বলে ঢাকার তরফে দাবি করা হলেও এনিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র সচিব।

Updated By: Sep 4, 2014, 11:34 AM IST
ভারত চাইলে অনুপ চেটিয়ার হস্তান্তরে রাজি বাংলাদেশ

ঢাকা: ভারত চাইলে অনুপ চেটিয়ার হস্তান্তরে রাজি বাংলাদেশ। দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর বুধবার একথা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব। তবে বঙ্গবন্ধুর দুই হত্যাকারী ভারতে রয়েছে বলে ঢাকার তরফে দাবি করা হলেও এনিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র সচিব।

১৯৯৭ সাল  থেকেই বাংলাদেশের জেলে বন্দী অসমের আলফা নেতা অনুপ চেটিয়া। বুধবার ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রসচিবের বৈঠকের পর ওই জঙ্গি নেতাকে ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা আরও উজ্জ্বল হল। বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্রসচিন মোজাম্মেল হক হাসান জানিয়ে দিলেন, অনুপ চেটিয়াকে ভারতে প্রত্যার্পণে রাজি ঢাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারীদের মধ্যে দুজন ভারতে রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ। যদিও বুধবার ভারতের স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী জানিয়েছেন, ওই দুজনের বিষয়ে ভারতের কাছে কোনও তথ্য নেই। এনিয়ে ঢাকার কাছে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন ভারতের স্বরাষ্ট্র সচিব। বঙ্গবন্ধুর হত্যাকারীদের কেউ ভারতে থাকলে তাদের ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছে নয়াদিল্লি।

বুধবারের বৈঠকে কলকাতার জেলে বন্দী বাংলাদেশের নারায়ণগঞ্জ সেভেন মার্ডার মামলার মূল অভিযুক্ত নূর হোসেনকে ঢাকার হাতে তুলে দিতে সম্মতি জানানো হয়েছে। তবে আলফা নেতা অনুপ চেটিয়ার সঙ্গে নূর হোসেনেকে ফেরত পাঠানোর কোনও সম্পর্ক নেই বলে দুই দেশের তরফে স্পষ্ট জানানো হয়েছে।

 

.