ইসলাম বিরোধী ছবির নির্মাতা নাকুলার জেল
বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা নাকুলা বাসিলি নাকুলাকে জেলে পাঠানোর নির্দেশ দিল মার্কিন আদালত। নাকুলার বানানো ছবির জেরে দুনিয়া জুড়ে প্রতিবাদের আগুন জ্বলেছে।
বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা নাকুলা বাসিলি নাকুলাকে জেলে পাঠানোর নির্দেশ দিল মার্কিন আদালত। নাকুলার বানানো ছবির জেরে দুনিয়া জুড়ে প্রতিবাদের আগুন জ্বলেছে।
গত বছর জেল থেকে জামিনে ছাড়া পান তিনি। একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত জামিনের শর্ত হিসেবে তাঁর ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। কিন্তু জামিনের শর্ত ভেঙে ছবিটি বানিয়ে ইন্টারনেটের মাধ্যমেই ছবিটি গোটা দুনিয়ায় ছড়িয়ে দেন নাকুলা। ছবিটির জেরে দুনিয়া জুড়ে শুরু হয় বিক্ষোভ, হিংসা। নিহত হন বহু মানুষ। ছবিটির জন্য হিংসাত্মক ঘটনায় নিহত হন লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূত। হিংসা রুখতে বহু দেশে ইতিমধ্যেই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।