মোদীকে সর্বোচ্চ সম্মান দেওয়ায় আমিরশাহিকে গালমন্দ হতাশ পাকিস্তানিদের

শনিবার  নরেন্দ্র মোদীকে 'অর্ডার অব জায়েদ' সম্মানে সম্মানিত করেছেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহান।

Updated By: Aug 25, 2019, 09:47 PM IST
মোদীকে সর্বোচ্চ সম্মান দেওয়ায় আমিরশাহিকে গালমন্দ হতাশ পাকিস্তানিদের

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চাইছে মোদী সরকার। নরেন্দ্র মোদীর বাহরিনে জন্মাষ্টমীতে কৃষ্ণ মন্দিরের সংস্কারের সূচনায় বেশ অস্বস্তিতে ইমরান খানের সরকার। তার মধ্যে আবার শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ দিয়ে সম্মানিত করেছেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ। আর সংযুক্ত আরব আমিরশাহির দেওয়া সম্মানে আরও ব্যাকফুটে পাকিস্তান। প্রকাশ্যেই ভারতের বন্ধু রাষ্ট্র সংযুক্ত আরব আমিরশাহির বিরোধিতায় নেমেছেন পাকিস্তানিরা। টুইটারে #ShameonUAE হ্যাশট্যাগ দিয়ে সংযুক্ত আরব আমিরশাহির মুন্ডপাত করছেন পাক নেটিজেনরা।

শনিবার  নরেন্দ্র মোদীকে 'অর্ডার অব জায়েদ' সম্মানে সম্মানিত করেছেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহান। তারপর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা 'দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস' সম্মানে সম্মানিত করেছেন মোদীকে। সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে ধন্যবাদ জানিয়েছ নরেন্দ্র মোদী টুইট করেছেন, 'অর্ডার অব জায়েদ' পুরস্কার পেলাম। এটা ব্যক্তিগত সম্মান নয়। ভারতীয় সংস্কৃতি ও আদর্শের জন্য এমন প্রাপ্তি। ১৩০ কোটি ভারতীয়কে উতসর্গ করছি।' রবিবার আবার বাহারিনে ২০০ বছরের প্রাচীন শ্রীনাথজির মন্দির সংস্কারের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। ইসলামিক দেশগুলির সঙ্গে ভারতের এমন কূটনীতি দেখে চটেছে পাকিস্তান। আর সেই রাগই প্রকট হয়েছে তাঁদের একের পর টুইটে। পালটা দিয়েছেন ভারতীয়রাও।  

কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদের অবলুপ্তির পর থেকেই ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। ভারতকে কোণঠাসা করার লক্ষ্যে বিশ্বের তাবড় দেশগুলির কাছে সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সবক্ষেত্রেই বিফলে গিয়েছে তাঁর চেষ্টা। পাকিস্তানকে সমর্থন তো দূরে থাক, উল্টে ভারতের সিদ্ধান্তকেই সমর্থন করেছে সংযুক্ত আরব আমিরশাহি। এমনকি সৌদি আরব, মলদ্বীপ, মালয়েশিয়ার মতো দেশকেও পাশে পায়নি ইসলামাবাদ। 

আরও পড়ুন- ভিডিয়ো: বাহারিনে ২০০ বছরের প্রাচীন কৃষ্ণ মন্দিরের পুনর্নির্মাণের সূচনা মোদীর

.