Russia Ukraine War: ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সাংবাদিকের মৃত্যু, গুরুতর আহত এক মার্কিন ফটোগ্রাফারও
মৃত সাংবাদিকের কাছ থেকে সংবাদ সংস্থা 'নিউইয়র্ক টাইমস'-এর কার্ড উল্লেখ হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত মার্কিন সাংবাদিক। মৃতের নাম ব্রেন্ট রিনাউড (Brent Renaud), বয়স ৫০। মৃতের কাছ থেকে সংবাদ সংস্থা 'নিউইয়র্ক টাইমস'-এর একটা কার্ড উদ্ধার হয়েছে। The International Federation of Journalists সূত্রে খবর গুরুতর আহত হয়েছেন আরও এক মার্কিন ফটোগ্রাফার। তাঁর নাম জুয়ান অ্যারেডন্ডো।
জানা গিয়েছে, রবিবার ইউক্রেনের ইরপিন শহরে গুলি চলে। সেখানেই তাঁর মৃত্যু হয়। ভিডিও ডকুমেন্টরির শ্যুটিং করতে ইউক্রেনে গিয়েছিলেন মৃত সাংবাদিক ব্রেন্ট রিনাউড (Brent Renaud)। যদিও কারা গুলি চালিয়েছে, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। মৃত সংবাদিকের কাছ থেকে 'নিউইয়র্ক টাইমস'-এর কার্ড উদ্ধার হলেও, সংবাদ সংস্থার দাবি বর্তমানে তাঁদের হয়ে কাজ করছিলেন না ব্রেন্ট। জানা গিয়েছে, দুই মার্কিন সাংবাদিক ছাড়াও গাড়িতে ছিলেন এক ইউক্রেনিয় নাগরিক। গুলিতে তিনিও আহত হয়েছেন।
প্রসঙ্গত, রবিবার পোল্যান্ড সীমান্ত ঘেঁষা পূর্ব ইউক্রেনের লিভ (Lviv) শহরে সেনা ঘাঁটিতে হামলা চালায় রুশ সেনা (Russian Army)। হামলায় ৩৫ জনের মৃত্যু হয়। আহত আনুমানিক ১৩৪ জন। দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরেও হামলা চালানো হয় বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। সেই হামলায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবারই ভিডিও বার্তায় ইউক্রেনের জেলেনস্কি (President Volodymyr Zelensky) হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনও ভাবেই ইউক্রেনের দখল নিতে পারবে না রাশিয়া। তিনি বলেন, "ওরা আমাদের ভাঙতে পারবে না। ওদের সেই শক্তি বা উৎসাহই নেই। ওরা নাশকতা এবং সন্ত্রাসে বিশ্বাসী।" ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাশিয়া (Russia-Ukraine War)। প্রথম থেকেই ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাংশে হালমা চালাচ্ছে রুশ সেনা। ধীরে ধীরে ইউক্রেনের মধ্য এবং পশ্চিম ইউক্রেনেও হামলার গতি বেড়েছে। মধ্য ইউক্রেনের ডিনপ্রো শহরে হামলা করেছে রুশ সেনা।
আরও পড়ুন: Yemen: ৭ বছরে ১০ হাজার শিশু হতাহত, জানাল UNICEF! কোথায় জানেন?
আরও পড়ুন: Russia Ukraine War: ইউক্রেনে সেনা ঘাঁটিতে রাশিয়ার এয়ারস্ট্রাইক, মৃত ৩৫; আহত শতাধিক