এমন আজব আত্মহত্যার কারণ কখনও শোনেননি!

আত্মহত্যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমাদের দেশে তো বটেই, গোটা পৃথিবীতেই মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেড়ে গিয়েছে বলে চিন্তিত সমাজবিজ্ঞানীরা। এতদিন ধরে আত্মহত্যার কারণ হিসেবে অনেক কিছুই তো শুনেছেন। কিন্তু এরকম কারণ, সম্ভাবত শোনেননি আপনি।

Updated By: Apr 20, 2016, 11:32 AM IST
এমন আজব আত্মহত্যার কারণ কখনও শোনেননি!

ওয়েব ডেস্ক: আত্মহত্যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমাদের দেশে তো বটেই, গোটা পৃথিবীতেই মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেড়ে গিয়েছে বলে চিন্তিত সমাজবিজ্ঞানীরা। এতদিন ধরে আত্মহত্যার কারণ হিসেবে অনেক কিছুই তো শুনেছেন। কিন্তু এরকম কারণ, সম্ভাবত শোনেননি আপনি।

১৯৫৪ সালে এক ব্যক্তি গোল্ডেন গেট ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যা করা ব্যক্তির 'সুইসাইড নোটে'  লেখা ছিল, আমার আত্মহত্যার তেমন কোনও কারণ নেই। দাঁতে ব্যথা ছিল আর বোর লাগছিল তাই ঝাঁপ দিয়ে মরার পথ বেছে নিলাম!বুঝুন কাণ্ড। অমূল্য জীবনকে কেউ এভাবে ছেড়ে চলে যেতে পারে! বিষয়টা ভাবার। তাই না?

.