ওয়েব দুনিয়ার বিপর্যয় ঘটাতে পারে অ্যালুরিয়ন

অ্যালুরিয়নের অভিঘাতে আগামী ৯ জুলাই ওয়েব দুনিয়ায় ঘনিয়ে আসতে পারে ভয়াবহ বিপর্যয়‌! বিশেষজ্ঞদের পূর্বাভাস, ইন্টারনেটের মাধ্যমে সঞ্চারিত এই ক্ষতিকারক সফ্‌টওয়্যারের ভাইরাসের কারণে কয়েক লক্ষ কম্পিউটার ব্ল্যাক আউট হয়ে যেতে পারে আগামী সোমবার।

Updated By: Jul 6, 2012, 11:27 AM IST

অ্যালুরিয়নের অভিঘাতে আগামী ৯ জুলাই ওয়েব দুনিয়ায় ঘনিয়ে আসতে পারে ভয়াবহ বিপর্যয়‌! বিশেষজ্ঞদের পূর্বাভাস, ইন্টারনেটের মাধ্যমে সঞ্চারিত এই ক্ষতিকারক সফ্‌টওয়্যারের ভাইরাসের কারণে কয়েক লক্ষ কম্পিউটার ব্ল্যাক আউট হয়ে যেতে পারে আগামী সোমবার। ভারতীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে অন্তর্জাল মাধ্যমে অ্যালুরিয়ন সফ্‌টওয়্যার ভাইরাস সংক্রামিত এই কম্পিউটারগুলিতে প্রযুক্তিগত বৈকল্য দেখা দেওয়ার সম্ভাবনার সেক্ষেত্রে অ্যালুরিয়ন সফ্‌টওয়্যার ভাইরাস সংক্রামিত কম্পিউটার থেকে ইন্টারনেট যোগাযোগ করা যাবে না। প্রসঙ্গত, একটি আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের তরফে এই অ্যালুরিয়ন নামক ক্ষতিকারক সফ্‍টওয়্যার ভাইরাস তৈরি করা হয়েছে। ২০১১ সালে আমেরিকার একটি সাইবার অপরাধ চক্র প্রথম এ জাতীয় সফ‌্টওয়্যার ভাইরাস তৈরি করে। চলতি সপ্তাহেই অয়ালুরিয়নের মতো আরও কয়েকটি ক্ষতিকারক সফ‌্টওয়্যার ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ২৪৫,০০০টি কম্পিউটার বিকল হয়ে গিয়েছে।

.