প্রশান্ত মহাসাগরের ৩৫ হাজার ফুট ওপরে জন্ম নিল শিশু
Updated By: May 11, 2015, 05:05 PM IST
ওয়েব ডেস্ক: প্লেনটা তখন মহাকাশের ভিতর দিয়ে চলেছে। হঠাত্ ২৩ বছরের এক যাত্রীর গর্ভ যন্ত্রণায় আর্তনাদে চমকে উঠল সবাই। কেবিন কেবিন ক্রু-রা ব্যাপরটা বুঝতে পেরে সেই মহিলাকে নিয়ে গেল লেবার রুমে। কিন্তু সমস্যা সেখানেই শেষ নয়। ডাক্তার ছাড়া কীভাবে সম্ভব হবে এই পরিস্থিতকে সামাল দেওয়া। ভাগ্যক্রমে প্লেনে ছিলেন এক ডাক্তার।
তাঁর হাতেই ভূমিষ্ঠ হল নতুন প্রাণ। প্লেনে তখন প্রশান্ত মহাসাগরের ওপর প্রায় ৩৫ হাজার ফুট ওপরে। শিশুর জন্ম হতেই প্লেনের মধ্যেই কার্যত উত্সব শুরু হয়ে যায়। পাইলট কোন্ট্র রুমে ফোন করে জানিয়ে দেয় এই সুখবর। প্লেন নারিতার বিমানবন্দরে মাটিতে ছুঁতেই হাজির হয়ে যায় অ্যাম্বুলেন্স। খবর পেয়েই উপস্থিত হয়ে যান সাংবাদিকরাও। মেয়ের বাবাও দারুণ খুশি। এয়ার কানাডার এই প্লেনটি ক্যালগারি থেকে জাপানের নারিতা যাচ্ছিল।
Tags: