Honour Killing: অনার কিলিং! অন্য বর্ণে বিয়ে, পুলিস বোনকে খুন ভাইয়ের...
দিন পনেরো আগে তিনি শ্রীকান্ত নামে এক যুবককে বিয়ে করেছিলেন। পরিবার বিয়েতে আপত্তি জানায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলেঙ্গানার মহিলা কনস্টেবলকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। অনার কিলিং বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিস। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার রাইপোল গ্রামে। এই ঘটনায় ওই মহিলা কনস্টেবলের ভাই পরমেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ভাই পলাতক।
জানা গিয়েছে, তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার রাইপোল গ্রামের বাসিন্দা ছিলেন নিহত মহিলা কনস্টেবল নাগামণি। হায়াথনগর থানায় কর্মরত ছিলেন। দিন পনেরো আগে তিনি শ্রীকান্ত নামে এক যুবককে বিয়ে করেছিলেন। যুবক অন্য বর্ণের হওয়ায় ওই কনস্টেবলের পরিবার বিয়েতে আপত্তি জানায়।
এরপরই গতকাল নাগামণি যখন তার স্কুটারে করে রাইপোল থেকে মান্নেগুডা যাচ্ছিলেন, তখনই তাঁর উপর হামলার ঘটনা ঘটে। পুলিস সূত্রে খবর, ভাই পরমেশ ইচ্ছাকৃতভাবে তাঁর গাড়ি দিয়ে নাগামণির স্কুটারে ধাক্কা মারে। ধাক্কায় নাগামণি যখন স্কুটার থেকে পড়ে যায়, তখনই পরমেশ তাঁকে একটি ছুরি দিয়ে আক্রমণ করে ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায়।
গুরুতর আঘাতের চোটে রক্তক্ষরণে ঘটনাস্থলেই নাগামণির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয় ও নাগামণির নিথর দেহ উদ্ধার করে। নাগামণি ২০২০ ব্যাচের পুলিস কনস্টেবল ছিলেন। এই ঘটনায় পুলিস অনার কিলিংয়ের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শুধু শ্রীকান্তকে বিয়ে করার কারণেই কি আক্রোশে খুন নাকি এই খুনের পিছনে সম্পত্তি সংক্রান্ত বিরোধও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন, IPS Officer Death: চাকরির প্রথম দিনেই পৌঁছতে পারলেন না অফিসে! সড়ক দুর্ঘটনায় মৃত IPS হর্ষবর্ধন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)