১৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী বিমান নিখোঁজ

ফের নিঁখোজ বিমান। আজ সকালে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার এশিয়ার একটি বিমানের।

Updated By: Dec 28, 2014, 11:10 AM IST
১৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী বিমান নিখোঁজ

জাকার্তা: ফের নিঁখোজ বিমান। আজ সকালে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার এশিয়ার একটি বিমানের।

 এয়ারবাস ৩২০-২০০,  ১৬২ যাত্রী ও বিমানকর্মী সহ  ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। স্থানীয় সময় ছটা সতেরোয় জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।

বিমানটিতে ১৫৫ জন যাত্রী ও ৭ জন কর্মী ছিলেন। রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছনোর কথা ছিল বিমানটির। এয়ার এশিয়া জানিয়েছে, বিমানে ১৪৯ ইন্দোনেশিয়ার, ৩ কোরিয়ান, ১ সিঙ্গাপুরের, ১ ব্রিটনের ও ১ জন মালেশিয়ার যাত্রী ছিলেন।

ওড়ার ৪২ মিনিট পর ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়  বিমানটির।

এয়ার এশিয়া এদিন সকালে টুইট করে জানায়,

 

.