পরমাণু গবেষণায় আমেরিকা ও দঃ কোরিয়ার মধ্যে চুক্তি
দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র সুরক্ষিত পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে যৌথ গবেষণা এবং তথ্য আদানপ্রদানের বিষয়ে সহমত হয়েছে। সোমবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার উপ বিদেশমন্ত্রী এবং আমেরিকার শক্তি বিষয়ক দফতরের উপ সচিবের মধ্যে এই বিষয়ে চুক্তি হয়েছে।
ওয়েব ডেস্ক: দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র সুরক্ষিত পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে যৌথ গবেষণা এবং তথ্য আদানপ্রদানের বিষয়ে সহমত হয়েছে। সোমবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার উপ বিদেশমন্ত্রী এবং আমেরিকার শক্তি বিষয়ক দফতরের উপ সচিবের মধ্যে এই বিষয়ে চুক্তি হয়েছে।
আরও পড়ুন- ভারতীয় মিসাইলে কাঁপছে চিন
এই চুক্তি অনুসারে উভয় দেশই গবেষণা এবং ব্যবহৃত পরমাণু জ্বালানী পরিবহনের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা নিশ্চিত করবে। এর পাশাপাশি দুই দেশই আন্তর্জাতীক পরমাণু জ্বালানীর বাজারে যৌথ গবেষণা পরিচালনা করবে। এই গবেষণালব্ধ ফলের উপর ভিত্তি করে পরমাণু শক্তি উত্পাদন ক্ষেত্রে জ্বালানী সরবরাহ করা হবে বলে জানা গেছে মন্ত্রক সূত্রে।